Communication

No Parking Zone: মেদিনীপুর শহরে নো পার্কিং জোনে দাঁড়িয়ে যাত্রী তোলা বরদাস্ত নয়! জরিমানা ২০-টির বেশি বাসকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই:যত্রতত্র পার্কিং আর রাস্তা ঘিরে দোকানের দাপটে জেলা শহর মেদিনীপুরের রাজপথ ক্রমেই সংকীর্ণ হচ্ছে। ছোটো হচ্ছে ফুটপাত। বাড়ছে যানজট। তার উপরে যাত্রীবাহী বাসগুলির বিরুদ্ধে রাজপথে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলার অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। অভিযোগ আছে টোটো সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও। এবার তাই ব্যবস্থা নেওয়া শুরু করল জেলা ট্রাফিক পুলিশ। মেদিনীপুর শহরে মঙ্গলবার দুপুর থেকে লাগাতার বেআইনী পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ৷ কুড়িটির মতো বেসরকারি বাসকে নিয়ম ভেঙে অন্যত্র দাঁড়িয়ে যাত্রী তোলায় জরিমানা করা হয়েছে৷ এরপর, বাস ছাড়াও হবে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মেদিনীপুর শহরে অসংখ্য বে-আইনি টোটো সহ বিভিন্ন যানবাহনের দাপটে রাস্তায় প্রায়শই যানজট দেখা যায়। ফলে, শহরের বিভিন্ন রাস্তা ক্রমেই সংকীর্ণ হচ্ছে। এছাড়াও, ফুটপাতের দোকানদারদের রাস্তার দিকে এগিয়ে আসা, বাইক সহ বিভিন্ন ছোটো বড়ো গাড়ির যত্রতত্র পার্কিং- এর ফলে শহর যেন যানজটের ফাঁসে হাঁসফাঁস করছে৷ এই পরিস্থিতি বিবেচনা করেই কড়া পদক্ষেপের দিকে এগোতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে:

মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় সহ বেশ কয়েকটি স্থানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ধরপাকড় অভিযান শুরু হয়। প্রসঙ্গত, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে বাসগুলি মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে নিয়ম বহির্ভূতভাবে যাত্রী ওঠানো-নামানোর কাজ করে থাকে। এদিন-ও এই সমস্ত ব্যস্ততম মোড়ে, নিয়ম ভেঙে যাত্রী তোলার কাজ করছিল বেসরকারি বাসগুলি৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাই দুপুর থেকে পরপর বিভিন্ন রুটের সেই বেসরকারি বাসগুলিকে জরিমানা করা শুরু করে৷ মেদিনীপুরে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় কুড়িটি বাসকে নিয়মবহির্ভূত পার্কিং এর অভিযোগে জরিমানা করা হয়েছে। এটা চলবে। সেই সাথে শহর জুড়ে যেকোনো নো পার্কিং এলাকাতে গাড়ি, বাইক প্রভৃতি পার্কিং করলে ব্যাবস্থা নেওয়া হবে।

করা হচ্ছে ফাইন :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

22 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

1 day ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

1 day ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago