দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১৬ জুন: গত ২-৩ দিন ধরে টানা বৃষ্টির ফলে জল বেড়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন নদীতে। জল বেড়েছে ঝাড়গ্রামের উপর দিয়ে প্রবাহিত ডুলুং নদীতেও। এই মুহূর্তে ডুলুং নদীর উপর ঝাড়গ্রাম-গিধনী রাজ্য সড়কের উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছে জল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

thebengalpost.in
ঝাড়গ্রামের চিল্কিগড়ে ডুলুং নদীর সাঁকোর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছে জল :

বুধবার, জামবনি ও চিল্কিগড়ের মাঝে ডুলুং নদীতে সাঁকোর উপর দিয়ে বইছে জল। এর ফলে বন্ধ হয়ে গেছে ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় গিধনীর যোগাযোগ ব্যবস্থা। ফলে জামাই ষষ্ঠীর দিনে দুর্ভোগে পড়তে হয় অনেকেই। তাদের ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে হয়। উল্লেখ্য যে, প্রতি বছর বর্ষাতেই ভারি বৃষ্টিপাত হলে এই জায়গাতে জল বেড়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে, ঝাড়গ্রামের সঙ্গে জামবনী ব্লকের কেন্দ্রস্থল গিধনীর সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৫ কিমি পথ প্রায় ৩০ কিমি ঘুরে পৌঁছতে হয়। এই বিষয়ে স্থায়ী সমাধান চান এলাকার মানুষ।