দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: টানা কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও খড়্গপুর শহরের সংযোগস্থলে, ৬০ নং জাতীয় সড়কের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘দেশপ্রাণ বীরেন্দ্র সেতু’ (কংসাবতী নদীর উপর) সংস্কারের কাজ চলেছে। সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার তাই, জাতীয় সড়কের সংশ্লিষ্ট দপ্তর ‘লোড টেস্টিং’ (ভার পরীক্ষা) করে নিতে চায়। এজন্য সেতু’র উপর যাতায়াত বা চলাচল পুরোপুরি বন্ধ রেখে কাজটি সম্পন্ন করার আবেদন জানানো হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের কাছে। জেলা প্রশাসনের তরফে ছাড়পত্র মেলার পরই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত্রি ১১টা থেকে ২১ আগস্ট (সোমবার) রাত্রি ১১টা পর্যন্ত বীরেন্দ্র সেতু বা মোহনপুর ব্রিজের উপর যান চলাচল এবং পথচারীদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। ইতিমধ্যে, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের তরফেও বিজ্ঞপ্তি বা নির্দেশিকা (Notification) প্রকাশ করে দেওয়া হয়েছে।
আজ, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে জেলাশাসক খুরশিদ আলি কাদরী-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৬০ নং জাতীয় সড়কের উপর ‘বীরেন্দ্র সেতু’ (Birendra Setu) সংস্কার শেষে লোড টেস্টের জন্য সমস্ত ধরনের যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াত (হেঁটেও পারাপার করা যাবে না) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে টানা ৯৬ ঘন্টা। ১৭ আগস্ট রাত্রি ১১-টা থেকে ২১ আগস্ট রাত্রি ১১-টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন জেলাশাসক। সেই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরই জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেদিনীপুর শহর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে গেলে- ধর্মা (মেদিনীপুর শহর), কেশপুর, লঙ্কাগড়, রাজনগর, বকুলতলা, খুকুড়দহ, মেছোগ্রাম হয়ে জাতীয় সড়ক ধরতে হবে। তবে, খড়্গপুর থেকে যথারীতি চৌরঙ্গী হয়ে কলকাতা যাওয়া যাবে। ফেরার পথেও ওই ভাবেই মেদনীপুর শহরে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও, শালবনী, চন্দ্রকোনা রোড থেকে যেতে গেলে ঘাটাল-দাসপুর হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এজন্য, মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনারোড, শালবনী সহ বিভিন্ন জায়গাতেই প্রয়োজনীয় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে বলেও জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। (আপডেট: বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার অবশ্য অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন।)