দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: দ্বিতীয় ঢেউ নিম্নমুখী। তবে, তা শিখিয়ে দিয়ে গেছে করোনা সংক্রমণ কতখানি মারাত্মক হয়ে উঠতে পারে মানবসভ্যতার কাছে! আর, এই শিক্ষা নিয়েই তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য সারা দেশের ১ লক্ষ করোনা যোদ্ধাকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। করোনা যোদ্ধাদের প্রশিক্ষিত করার জন্য শুক্রবার “কাস্টমাইজড ক্রাশ কোর্স” উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং- এর মাধ্যমে এই অনুষ্ঠানটি দেশের ২৬ রাজ্যে ছড়িয়ে থাকা ১১১ টি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যের একমাত্র পশ্চিম মেদিনীপুরের মকরামপুরে ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কেন্দ্রে’র শিক্ষার্থীরা সরাসরি যুক্ত হয়েছিলেন এই অনুষ্ঠানে। এই কর্মসূচির লক্ষ্য, সারা দেশে ১লক্ষ করোনা যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধি করা। দক্ষতা অর্জনের এই প্রশিক্ষণটি কর্মমুখী ৬টি প্রকারে, হোম কেয়ার সাপোর্ট, বেসিক কেয়ার সাপোর্ট, অ্যাডভান্স কেয়ার সাপোর্ট, ইমারজেন্সি কেয়ার সাপোর্ট, স্যাম্পল কালেকশন সাপোর্ট, মেডিক্যাল ইকুইপমেন্ট সাপোর্ট প্রভৃতি ৬ টি ভাগে বিভক্ত। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে একটি বিশেষ প্রোগ্রাম হিসাবে সাজানো হয়েছে এই প্রশিক্ষণকে। এই প্রশিক্ষণ নিতে পেরে আনন্দিত পশ্চিম মেদিনীপুরের প্রশিক্ষণ কেন্দ্রের করোনা যোদ্ধারা।

thebengalpost.in
তৃতীয় ঢেউ মোকাবিলায় দেশের ১ লক্ষ করোনা যোদ্ধাকে প্রশিক্ষণ :

প্রসঙ্গত, কেন্দ্রের “প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০”-র অধীনে এই কোর্স বাবদ কেন্দ্রের খরচ পড়বে ২৭৬ কোটি টাকা। এদিন ভারচুয়াল সম্মেলনে এই উদ্যোগটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “কোভিড-১৯ এখনও রয়েছে। এবং আবারও তার রূপ বদল করার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই কারণে নয়া চ্যালেঞ্জের সঙ্গে লড়তে আমাদের প্রস্তুত থাকা দরকার। আমরা দেশে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মীকে তৈরি করার লক্ষ্যে এগচ্ছি।” এদিনের ভাষণে প্রশিক্ষণের বিষয়টি ছাড়াও টিকাকরণ ও কোভিড বিধির প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। তিনি বলেন, “দেশের সকলকে বিনামূল্যে টিকা দিতে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্র। সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে আমাদের। মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”