thebengalpost.net
মেদিনীপুর শহরের একটি বিলিতি মদের দোকান (প্রতীকী ও নিজস্ব ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ নভেম্বর: উৎসবের মরশুম প্রায় শেষের পথে! উদাসী মন বাঙালির। তবে, খুশির খবর ছুটে এল সুরাপ্রেমীদের জন্য। শীতের মরশুমে দাম কমছে বিলিতি মদের (Foreign Liquor)! আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে রাজ্যে বিপুল পরিমাণ দাম কমছে বিলিতি মদের। সস্তা হতে চলেছে বিয়ারের দামও। রাজ্য সরকার আবগারি শুল্ক কমানোর জন্যই এই দাম কমতে চলছে। রাজ্য অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি (নম্বর ১৩২৮, তারিখ নভেম্বর ৩, ২০২১) অনুযায়ী, সরকার আবগারি শুল্কের হার সংশোধন করেছে। এর জেরে ভারতে উৎপাদিত সমস্ত বিলিতি মদ ও বিয়ারের দাম কমবে রাজ্যে। ফলে, বাজারের স্বাভাবিক নিয়মে বিলিতি মদ ও বিয়ার বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য বাড়বে। তাই, রাজ্যের সার্বিক আবগারি রাজস্ব আদায়ও বাড়ার আশা করছে প্রশাসন।

thebengalpost.net
দাম কমছে বিলিতি মদের :

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিলিতি মদের দাম এখনকার তুলনায় দাম প্রায় ২৫ শতাংশ কমবে। বোতলের (৭৫০ মিলিলিটার) সর্বোচ্চ ২,০০০ টাকা এমআরপি পর্যন্ত দাম ১০০ থেকে ৪৫০ টাকা মতো কমবে। আর ২,২০০-২,৩০০ টাকা এমআরপি-র ক্ষেত্রে দাম ৫০০-৬০০ টাকা পর্যন্ত কমতে পারে। উদাহরণ স্বরূপ, ৭৫০ এম.এল রয়্যাল স্ট্যাগের দাম ৯৮০ টাকা থেকে কমে হবে ৭১০ টাকা। রয়্যাল চ্যালেঞ্জ ১০০০ টাকা থেকে কমে হবে ৭৩০ টাকা। ব্লেন্ডার্স প্রাইড ১৩৫০ টাকা থেকে কমে হবে ৯২০ টাকা। ম্যাকডাওয়েল সেলিব্রেশন রাম ৬৪০ টাকা থেকে কমে হবে ৫৪০ টাকা। অ্যান্টিকুইটি ব্লু ১৬১০ টাকা থেকে কমে হবে ১২০০ টাকা। দাম কমতে চলছে পুজোর মরসুমে সর্বাধিক রাজস্ব তুলে দেওয়া দুই মেদিনীপুরেও। ফলে খুশির হাওয়া মেদিনীপুর-খড়্গপুর-দীঘা-কাঁথি সর্বত্র। তবে, পুরনো স্টক শেষ না হওয়া পর্যন্ত নতুন দামের স্টক তুলবে না দোকানগুলি, এমনটাই জানিয়েছেন মেদিনীপুরের এক ব্যবসায়ী।

thebengalpost.net
দাম কমছে সব ধরনের বিলিতি মদ ও বিয়ারের :

অন্যদিকে, রাজ্য আবগারি দপ্তরের এক সরকারি কর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, “চলতি অর্থ বছরের বাজেটে আবগারি রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১৬,১০০ কোটি টাকা। এখনও পর্যন্ত সাত মাসে যে রাজস্ব আদায় হয়েছে, তাতে লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। এখন ২০১৯-২০ সালের তুলনায় বিলিতি মদের বিক্রি কম। দাম কমলে বিক্রি অবশ্যই বাড়বে।” কিন্তু, মদের দাম কমলে তো সরকারের মোট আবগারি রাজস্ব আদায় কমে যাবে? সে ক্ষেত্রে কী ভাবে দৈনন্দিন খরচ ও মূলধনী ব্যয়ের জন্য রাজ্য এই আর্থিক ঘাটতি পূরণ করবে? এক প্রশাসনিক কর্তার জবাব, “মোটেও রাজস্ব আদায় কমবে না। বরং, দাম কমলে বিক্রি বাড়বে এবং আমাদের হিসাবে তাতে আবগারি রাজস্ব সংগ্রহও এখনকার তুলনায় অবশ্যই বৃদ্ধি পাবে।” ইতিমধ্যে, রাজ্যজুড়ে চলছে চোলাই মদের বিরুদ্ধে অভিযান। আগামীদিনে দেশি মদেরও উৎপাদন কমিয়ে, বিদেশী মদের বিক্রির ওপর গুরুত্ব দিতে চলেছে রাজ্য। রাজ্য প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেন, “চলতি অর্থ বছরের মধ্যেই কম স্ট্রেংথের (৫০ ডিগ্রি আন্ডার প্রুফ) বিলিতি মদ বাজারে আসতে পারে। বোতলের দাম পড়বে ২০০-২৫০ টাকা।” উল্লেখ্য, বেআইনি চোলাই মদের বিক্রি সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে ইতিমধ্যেই অপেক্ষাকৃত কম দামি ৭০ ডিগ্রি আন্ডার প্রুফের দেশি মদ বাজারে বিক্রির অনুমোদন দিয়েছে রাজ্য।

thebengalpost.net
মেদিনীপুর শহরের একটি বিলিতি মদের দোকান (প্রতীকী ও নিজস্ব ছবি) :