দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৪ সেপ্টেম্বর: ডালমিয়ার কপিলাস সিমেন্ট কারখানায় চালু হলো দ্বিতীয় প্ল্যান্ট। শুক্রবার উড়িষ্যার কটকে এই দ্বিতীয় প্ল্যান্টের উদ্বোধন হলো। এই লাইন- ২ প্ল্যান্টে বছরে ২.২৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর ফলে ওই কারখানার দুটি প্ল্যান্ট মিলিয়ে বছরে মোট উৎপাদন হবে ৩. ৯৫ মিলিয়ন টন।

thebengalpost.net
ডালমিয়া সিমেন্ট (প্রতীকী) :

ডালমিয়া ভারত সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মহেন্দ্র সিংহী জানান, ডালমিয়ার সারা দেশে ১৩ টি সিমেন্ট কারখানায় বছরে ৩০.৭৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হয়। ২০২৪ সালের মধ্যে তাঁরা বছরে ৪৮.৫০ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারবেন। তিনি এও জানিয়েছেন, “ডালমিয়া সর্বদাই উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। পরিচ্ছন্ন ও সবুজায়নের দিকেও কোম্পানি সমান যত্নশীল।” কপিলাস সিমেন্ট কারখানার ইউনিট হেড রাম অবতার শর্মা জানান, উড়িষ্যায় ভালো বাজার আছে। এখানে সিমেন্টের চাহিদার জন্য তাঁরা দ্বিতীয় প্ল্যান্ট চালু করলেন। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি যোগান বাড়বে।