Business

সুরাপানেও ‘সেরা’ মেদিনীপুর! ‘মদ খেয়ে’ রাজ্যের হাতে সর্বাধিক রাজস্ব তুলে দিল দুই মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: ১২ দিনে ৭২০ কোটি টাকা! তার মধ্যে শুধু চতুর্থীতেই প্রায় ১০৯ কোটি টাকা! হ্যাঁ, এটাই সত্যি। উৎসবের মরশুমে অক্টোবর মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। রাজ্য আবগারি দফতরের তথ্য এমনটাই বলছে। অতিমারী’র আবহে গত বছরের দুর্গাপুজোয় মদ বিক্রির তুলনায় এই মাত্রা প্রায় দ্বিগুণ বলে জানাচ্ছেন আবগারি কর্তারা। অন্যদিকে, এই বছরের অগাস্ট মাসজুড়ে রাজ্যে মদ বিক্রি হয়েছিল ৪৫১ কোটি টাকার। সেখানে অক্টোবরের প্রথম ১২ দিনেই ৭২০ টাকা। অন্যদিকে, পাইকারি দোকান বন্ধ থাকায়, পুজোর চারদিনে (সপ্তমী থেকে দশমী) শুধুমাত্র খুচরো দোকান থেকে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকার! এই ১০০ কোটির মধ্যে আবার শীর্ষে দুই মেদিনীপুর। দুই মেদিনীপুরে পুজোর চারদিনে মদ বিক্রি হয়েছে ২৮ কোটি টাকার! প্রমাণ হয়েগেল, শিক্ষা-দীক্ষা-জ্ঞান-গরিমা-সাহিত্য-সংস্কৃতি-র সাথে সাথে সুরাপানেও ‘সেরা’ মেদিনীপুর!

প্রতীকী ছবি :

জানা গেছে, রাজ্য সরকারের মালিকানাধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (বেভকো) পশ্চিমবঙ্গে একমাত্র পাইকারি মদ বিক্রেতা। পুজোর তিন দিন অষ্টমী, নবমী ও দশমী বেভকো বন্ধ ছিল। তবে মদের খুচরো দোকান ও পানশালাগুলি ওই তিন দিন খোলা ছিল। তিন দিন বেভকো বন্ধ থাকায় দোকান ও পানশালাগুলি পুজোর সময় বিক্রির জন্য মদ বেভকো থেকে আগেই কিনে নেয়। সবমিলিয়ে ১২ অক্টোবর পর্যন্ত মদ বিক্রি হয় ৭২০ কোটি টাকার। অন্যদিকে, পুজোর চারদিন খুচরো দোকান ও পানশালা মিলিয়ে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকার। কারণ, এই বছর কোনো ড্রাই-ডে ছিলনা! এদিকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুর আবার রাজ্যের মধ্যে সেরা। ১০০ কোটি’র মধ্যে ২৮ কোটি টাকার ব্যবসা দিয়েছে দুই মেদিনীপুর! একসময়, সাক্ষরতার হারে পিছিয়ে থাকায় মেদিনীপুর-কে নিয়ে একটা লোক-প্রবাদ চালু হয়েছিল মুখে মুখে। সেই, ‘বিদ্যাসাগরের মেদিনীপুর/ভাকু তেলে ভরপুর’- প্রবাদটিই যেন ফের একবার জনসমক্ষে চলে এল!

শুধু পুজোর চারদিনে মদ বিক্রি ১০০ কোটি টাকার (প্রতীকী ছবি) :

অন্যদিকে, আবগারি দপ্তর সূত্রে খবর সবথেকে বেশি বিক্রি হয়েছে দেশি মদের। সূত্রের খবর মোট এক কোটি ৪৬ লক্ষ লিটার দেশি মদ বিক্রি হয়েছে এই পুজোর মরসুমে। বিয়ার বিক্রি হয়েছে ৪৩ লক্ষ ৭৪ হাজার লিটার এবং বিদেশি মদ বিক্রি হয়েছে ৩৭ লক্ষ ৯৭ হাজার লিটার। সরকারি পরিসংখ্যান বলছে, গত ৮ অক্টোবর মদ বিক্রি হয়েছে ৭৮ কোটি টাকার, ৯ অক্টোবর বিক্রি হয়েছে ১০৮ কোটি টাকার, ১০ অক্টোবর বিক্রির পরিমাণ বেড়ে হয় ৫৭ কোটি টাকা৷ ১১ অক্টোবর তা বেড়ে হয় ৯১ কোটি টাকা ও ১২ ই অক্টোবর বিক্রি হয় ৬৭ কোটি টাকা।

বিদেশি নয়, শীর্ষে দেশি মদ :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

8 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

15 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago