দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: কোভিড মহামারী একদিকে জীবন-জীবিকার উপর আঘাত হেনেছে, ঠিক তেমনই ব্যাঘাত ঘটিয়েছে রক্তের যোগানে। কারণ, সংক্রমণ বাড়তে থাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা এবং ভয় ভীতির কারণে রক্তদান শিবিরের সংকট দেখা দিয়েছে জেলায়। যেখানে মাসের পনের থেকে কুড়ি দিন রক্তদান শিবির হতো, সেখানে কোথাও একটা কথাও দু’টো রক্তদান শিবির হচ্ছে। আর, সেখানেও রক্তদাতার সংখ্যা অনেক কম। কোথাও ১০ জন তো কোথাও ২০ জন। ফলে, মেদিনীপুর শহর সহ জঙ্গলমহলের সবকটি ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার! প্রতিদিনই রক্তের জন্য ভুগছেন মুমূর্ষ রোগী সহ সাধারণ মানুষ। এই অবস্থায় এবার রক্তের সংকটে এগিয়ে এলেন, জঙ্গলমহলের পুলিশ কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর স্থিত কোতোয়ালী থানার পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

thebengalpost.net
রক্তদান পুলিশ কর্মীদের:

‘উৎসর্গ’ নামে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দিতে এগিয়ে আসেন, সিভিক ভলেন্টিয়ার, জুনিয়র কনস্টেবল, হোমগার্ড থেকে পুলিশের আধিকারিকরা। পুরুষ ও মহিলা পুলিশ কর্মী মিলিয়ে মোট ৫০ জন রক্তদাতা এই দুঃসময়ে রক্তদান করেন। আইন রক্ষকরা এদিন এভাবেই সমাজ রক্ষার দায়িত্বও পালন করলেন। একদিকে কোভিড যুদ্ধে দিনরাত ডিউটি, তার সঙ্গে বিভিন্ন মেলা উৎসব অনুষ্ঠানে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, তারই পাশাপাশি দুঃস্থ গরীব মানুষদের খাবার দাবার বিতরণ প্রভৃতি একযোগে চালিয়ে যাচ্ছে জঙ্গলমহলের পুলিশ। তার পরেও রক্ত দিয়ে সামাজিক কর্তব্যও পালন করলেন তাঁরা। পুলিশকর্মীদের উৎসাহিত করতে এদিন তাঁদের হাতে চারা গাছ ও অন্যান্য উপহার তুলে দেন পুলিশের আধিকারিকবৃন্দ।

thebengalpost.net
উপহার তুলে দেওয়া হচ্ছে রক্তদাতাদের হাতে :