দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ‘রজত জয়ন্তী’ উপলক্ষেই আয়োজিত হল এলাকার প্রথম ‘রক্তদান শিবির’। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কার প্রাপ্ত সেই স্কুল হল- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১নং ব্লকের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় (হিজলি সংলগ্ন)। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস-ও ২০২১ সালে পেয়েছেন রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কার। জেলার অন্যতম সেরা সেই স্কুলে গত শুক্রবার (২২ ডিসেম্বর) পালিত হল ‘রজত জয়ন্তী’ অনুষ্ঠান। সেই উপলক্ষেই শুক্রবার দুপুরে আয়োজিত হয় ‘রক্তদান শিবির’।

thebengalpost.net
রক্তদান শিবির:

প্রসঙ্গত, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিদ্যালয়ের (কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়) শিক্ষিকা হিসেবে কর্মরত। তিনি জানান, “রজত জয়ন্তী বর্ষ (২৫-তম বর্ষ) উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে সারা বছর ধরে বিভিন্ন সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) ‘রজত জয়ন্তী’ উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডক্টর অতিস বসাক এই রক্তদান শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মী আড়ি ছিলেন রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি গ্রামবাসীরাও এই রক্তদান শিবিরে রক্তদান করেন। বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা অট্ট, নিবেদিতা বাজপেয়ী এবং শিক্ষক প্রসেনজিৎ গিরিও এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন। কুচলাচাটি গ্রামে এটিই প্রথম রক্তদান শিবির। স্বভাবতই, উৎসাহিত গ্রামবাসীদের সহযোগিতায় এই শিবির সফল হয়েছে। ৪ জন মহিলা সহ শিবিরে ৩০ জন রক্তদান করেন।”