শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রামভদ্রপুর আদর্শ মুক্তাঙ্গন ক্লাবের উদ্যোগে আয়োজিত ১৭তম রক্তদান শিবির এবার কার্যত রক্তদান উৎসবে পরিণত হলো। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও কোঠারি মেডিক্যাল কলেজের সহযোগিতায় আয়োজিত শুক্রবারের এই শিবিরে ৪০০ জন রক্তদান করলেন। প্রসঙ্গত, রামভদ্রপুর আদর্শ মুক্তাঙ্গন ক্লাবের উদ্যোগে শুরু হওয়া এই রক্তদান শিবিরে প্রথম বছর মাত্র ৩৫ জন রক্তদান করেছিলেন। আর এখন সেই শিবিরই যেন জনসাধারণের উৎসবে পরিণত হয়েছে!

thebengalpost.net
শিবিরে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ:

গত বছর ৩৮২ জন রক্ত দিয়েছিলেন। সেই সংখ্যাও এবার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, বিকাশ রঞ্জন ভুঁইয়া, তপন হাজরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, “এটি শুধুমাত্র একটি রক্তদান শিবির নয়, বরং এটি এখন রক্তদান মেলায় পরিণত হয়েছে। মানুষ এখানে এসে শুধুমাত্র রক্ত দেয় না, তারা একটি বৃহত্তর মানবিক দায়িত্ব পালন করে যায়।”