দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: তিনি শিক্ষা জগতের অন্যতম পথিকৃৎ! তিনি লড়াইয়ের অপর এক নাম। তিনি রাজ্যের প্রথম একশো শতাংশ দৃষ্টিহীন আইএএস (IAS) অফিসার কেম্পা হোন্নাইয়া (Kempa Honnayya)। অতিরিক্ত জেলাশাসক হিসেবে সদ্য যোগদান করেছেন পশ্চিম মেদিনীপুরে। শনিবার (১৪ আগস্ট) অতিথি হিসেবে তিনি পৌঁছে গিয়েছিলেন রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত রক্তদান শিবিরে। সেখানেই নিজের মহানুভবতার পরিচয় দিয়ে প্রথম রক্তদাতা হিসেবে রক্ত দান করলেন। শিবিরের আয়োজক ও রক্তদাতা উচ্ছ্বসিত তাঁদের প্রিয় অতিরিক্ত জেলাশাসকের এই উৎসাহ ও তৎপরতায়।
উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা অংশগ্রহণ করলেন। শিবিরে উপস্থিত ছিলেন, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক দীনেন রায়, অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া প্রমুখ। এছাড়াও, আয়োজক কমিটি ও শাসকদলের জেলা ও রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, সুজয় হাজরা, বিশ্বনাথ পান্ডব, সুকুমার পড়িয়া প্রমুখ। কিন্তু, সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন শিবিরের প্রথম রক্তদাতা তথা অতিরিক্ত জেলাশাসক (IAS) কেম্পা হোন্নাইয়া। ইতিমধ্যেই, তাঁকে এই জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে পাওয়ার পর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁকে সংবর্ধনা জানিয়েছে। আজকেও আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে অতিরিক্ত জেলাশাসক’কে।