thebengalpost.net
রক্তদান শিবির:

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শিশু দিবস উপলক্ষে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পপুলার ক্লাব আয়োজন করেছিল মহতী এক রক্তদান শিবির। এই উদ্যোগ শুধু শিশু দিবসের উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সমাজসেবামূলক প্রচেষ্টা, যা ক্লাবটি গত ২০ বছর ধরে পালন করে আসছে। ডেবরা পপুলার ক্লাবের প্রতিষ্ঠাতা মদন মোহন পাত্রের অনুপ্রেরণায় এই শিবিরটির সূচনা হয়েছিল। এটি ডেবরার মানুষের কাছে আজ এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত।

thebengalpost.net
রক্তদান শিবির:

শিবিরে মোট ৮০ জন রক্তদান করেছেন। যার মধ্যে ১৫ জন মহিলা। রক্ত সংগ্রহ করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। উল্লেখ্য যে, ডেবরা পপুলার ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৫ সালে। আজকের দিনে এটি স্থানীয় সমাজকল্যাণের অগ্রণী একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ক্লাবটি শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য বহু সামাজিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত। টীকাকরণ কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন কর্মকাণ্ডেও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।