দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ২৩ মার্চ:অগ্নিদগ্ধ বগটুইয়ের আঁচে জ্বলছে রাজ্য রাজনীতি। উত্তপ্ত বিধানসভা থেকে রাজভবন। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর টুইট-পাল্টা টুইটের অগ্নিবাণ ছোড়াছুড়ি চলছে! রাজ্যপালের ‘ভূমিকা’ নিয়ে গতকাল (২২ মার্চ) প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আজ (২৩ মার্চ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। লিখলেন, “পরিস্থিতি ভয়াবহ! আমি নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করতে পারিনা।” রাজ্যপাল জানিয়েছেন, রামপুরহাটের বগটুইয়ে সঞ্জু শেখের পুরো পরিবার- ছ’জন মহিলা এবং দু’টো শিশুকে পুড়িয়ে দেওয়ার পর রাজ্যপাল হিসেবে তিনি চুপ থাকতে পারেন না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁকে চিঠি দিয়ে সংযত থাকার কথা বলেছিলেন। জানিয়েছিলেন রাজ্যপাল হিসাবে রামপুরহাট-কাণ্ড নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা সমীচীন নয়। কারণ, এখন ঘটনার তদন্ত করছে প্রশাসন। বুধবার রাজ্যপাল পাল্টা চিঠিতে লেখেন, কৌশলে তাঁর মন্তব্যকে ‘মাত্রাজ্ঞানহীন’ এবং ‘অযাচিত’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এই ‘নৃশংস ঘটনা’র পর তিনি রাজভবনে বসে ‘সময় নষ্ট’ করতে পারেন না; তিনি ‘নীরব দর্শকের ভূমিকা’ পালন করতে পারেন না! যদি তা করতেন, তবে তা সাংবিধানিক কর্তব্যে অমার্জনীয় কাজ হবে। এমনটাই পাল্টা চিঠিতে লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

thebengalpost.net
পরিদর্শনে সেলিম :

অন্যদিকে, বুধবার প্রবল বাধার মুখেও বাইকে চেপে বগটুইয়ে পৌঁছে যান সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনাস্থল পরিদর্শন করে আঁতকে ওঠেন তিনি! এলাকার পুরুষেরা ঘরছাড়া, কথা বলেন মহিলাদের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাঁচার জন্য আর্তনাদ করছিল শিশু, মহিলারা! পুলিশকে ফোন করে জানিয়েছিল, তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, সেই পুলিশিই হয়তো এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পেট্রোল বোমা ছুঁড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বা পুলিশের উর্দি পরা তৃণমূল, যেই করুক না কেন, আমরা শাস্তি চাই। খুন করে জ্বালিয়েছে, নাকি ঘরবন্দী করছ জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, তা তদন্ত করে দেখলেই বোঝা যাবে! তবে, খুনিদের শাস্তি দিতেই হবে। গতকাল এক মন্ত্রী এসেছিল। এখানে মিটিং করে গেছে। যাতে এই নির্মম ঘটনা ধামাচাপা দিতে না পারে, সে জন্যই আমি এসেছি।” তিনি এও বলেন, “তৃণমূলই তৃণমূলকে মারছে, জ্বালিয়ে দিচ্ছে। দিদিমণির শাসনে গোটা রজ্যটাই জ্বালিয়ে দেওয়া হবে।” যদিও, সিপিআইএম এবং বিজেপি’র বিরুদ্ধে ‘রাজনৈতিক প্ররোচনা’ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অভিযোগ করেছে তৃণমূল। স্বয়ং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন! তিনি আগামীকাল (২৪ মার্চ) বগটুই যাবেন বলেও জানিয়েছেন। ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে, যেভাবে শিশু, নবদম্পতি সহ প্রায় ১০ জনকে ‘অগ্নিদগ্ধ’ করে খুন করা হয়েছে, সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর, দেখে শিউরে উঠছেন আপামর বঙ্গবাসী তথা দেশবাসী।

thebengalpost.net
রাজ্যপালের পত্রবাণ:

thebengalpost.net
রাজ্যপালের পত্রবাণ :

thebengalpost.net
এলাকার মহিলাদের সঙ্গে কথা বললেন মহম্মদ সেলিম: