Birbhum

Rampurhat Fire: উপপ্রধান খুনের বদলা শিশু, নারী সহ ১০! কেষ্টর গড়ে ‘পুড়িয়ে মারা’র তদন্তে আসছে কেন্দ্রীয় দল, বাংলার বর্বরতায় উত্তাল সারা দেশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম ও কলকাতা, ২২ মার্চ:তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের বদলা নিতেই কি আগুনে পুড়িয়ে মারা হল ২ শিশু, ৬ নারী সহ ১০ জনকে? এই প্রশ্নেই এখন উত্তাল সারা দেশ! বীরভূমের রামপুরহাট (Rampurhat) এর এই নৃশংস কাণ্ডের তদন্তে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ দল। যদিও, ইতিমধ্যে সিট (SIT- Special Investigation Team) গড়েছে রাজ্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। ক্লোজ করা হয়েছে রামপুরহাটের ওসি থেকে শুরু করে SDPO কেউ। তা সত্বেও এই বর্বরোচিত ঘটনার তদন্ত করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল! এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, “ঘটনায় রাজনৈতিক যোগ নেই। বিজেপি এতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। রাজ্যের তরফে ইতিমধ্যে উচ্চপর্যায়ের সিট গঠন করা হয়েছে। তা সত্বেও রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় দল পাঠানোটা অসাংবিধানিক!” অন্যদিকে, রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল।

পুড়ে ছাই:

উল্লেখ্য যে, এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রামপুরহাটের ১ নং ব্লকের বগটুই গ্রামে। রাজনৈতিক চাপানউতোর চলছে জোরকদমে। প্রসঙ্গত, রামপুরহাটের এই এলাকা কয়েকমাস ধরেই  রাজনৈতিকভাবে উত্তপ্ত। আট মাসে আগে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন ভাদু শেখের মেজো ভাই। জানা গিয়েছিল, রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এর পর সেই একই কায়দায় খুন হলেন তৃণমূলের উপপ্রধান। আর তার ঠিক পরপরই গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় ১০ মৃত্যু। যদিও, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, ৭টি বাড়িতে আগুনের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ শিশুও রয়েছে, জানিয়েছেন ডিজিপি মনোজ মালব্য। এদিকে ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও তৃণমূলের (TMC) মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ দাবি করেছেন, বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তাঁর বক্তব্য, উপপ্রধান ভাদু শেখের হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসা! তবে, আজকের অগ্নিকাণ্ডে এতজনের মৃত্যু একেবারেই রাজনৈতিক নয়। আসল ঘটনা খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একই বক্তব্য জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলেরও। তিনি শর্ট সার্কিটে বিপত্তির দাবি তুলেছেন। অন্যদিকে, বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য এতজনের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দায়ী করে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, “রামপুরহাটের ওই ওয়ার্ডে সিপিআইএম জিতেছে। বিরোধী শূন্য করতে না পেরে, তৃণমূলই এখন ‘তৃণমূল শূন্য’ করার লড়াইয়ে নেমেছে!”

রাজভবনে বিজেপি:

News Desk

Recent Posts

Midnapore: মোহনপুর ব্রিজে স্টেট বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! আহতদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজে (দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে)…

1 hour ago

Medinipur: অখণ্ড মেদিনীপুরের ৭২টি গ্রাম নিয়ে প্রকাশিত হল ‘মেদিনীপুরের গ্রামের কথা’-র ১৭তম খন্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: 'উপত্যকা' দৈনিক পত্রিকার উদ্যোগে 'বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন'…

14 hours ago

Midnapore: বাংলার ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনিতে ‘রোপওয়ে’-র প্রস্তাব দিতে চলেছেন মেদিনীপুরের সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: আমেরিকার অ্যারিজোনায় পাথুরে জমির মধ্যে বয়ে গিয়েছে…

1 day ago

Midnapore: কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ‘দার্জিলিং’ খুঁজছেন শহরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার…

2 days ago

Midnapore: “শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে বিদায় নিতে চলেছে”; মন্ত্রী-পত্নীর ‘ভাইরাল’ পোস্ট ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…

2 days ago

Medinipur: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে পুকুরে জাল ফেলতেই উঠে এল তরতাজা যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…

3 days ago