দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: নিতান্তই হতদরিদ্র পরিবারের এক যুবকের অ্যাকাউন্টে হঠাৎ করে ঢুকে গেল ১০ কোটি টাকা! এরপরই সমস্যা শুরু। RBI এর নির্দেশে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ বা বন্ধ করল SBI ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সদ্য বাবাকে হারানো যুবক, বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যাকাউন্টে থাকা নিজের ৫ হাজার টাকাও তুলতে পারছেন না! ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে। কিন্তু, কি তদন্ত, কে করছে, কবে শেষ হবে? তার কোনও উত্তর নেই। অগ্যতা পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনা রোড এলাকার। যুবকের নাম শান্তনু মন্ডল। গত ৬ নভেম্বর তাঁর অ্যাকাউন্টে ৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা ঢোকার এসএমএস (SMS) যায়। তার কিছুক্ষণের মধ্যেই SBI Bank এর তরফে মেসেজ যায়, আরবিআই (Reserve Bank of India) এর নির্দেশে তাঁর অ্যাকাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে! যা নিয়ে রীতিমতো আতঙ্কে ওই পরিবার।

thebengalpost.net
মোবাইলে ১০ কোটির মেসেজের পরই, অ্যাকাউন্ট বন্ধ করার মেসেজ

thebengalpost.net
অ্যাকাউন্টের Balance দেখাচ্ছেন শান্তনু :

জানা গেছে, শান্তনু মন্ডল নামে ওই যুবকের অ্যাকাউন্ট ছিল দামোদরপুর এসবিআই ব্যাঙ্কে (SBI Bank, Damodarpur Branch)। ওই অ্যাকাউন্টে যুবকের ৫ হাজার টাকা জমা ছিল। এদিকে, গত ৬ নভেম্বর এই ঘটনা ঘটে। তারপর থেকে ওই যুবক নিজের অ্যাকাউন্টের টাকা আর তুলতে পারছেন না! এদিকে, বাবার পারলৌকিক কাজকর্ম করার জন্য টাকা দরকার। বাড়িতে শুধু মা আছেন। দরিদ্র পরিবারের যুবক এখন মহা সমস্যায় পড়েছেন! দামোদরপুর এসবিআই ব্যাঙ্কের ম্যানেজার অভিষেক টুডু ক্যামেরার সামনে কোন রকম বক্তব্য দিতে রাজি হননি! তবে, ওই যুবককে জানিয়েছেন, তদন্ত চলছে। কি কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে অভিযোগ জানিয়েছেন যুবক। এই মুহূর্তে আতঙ্কে দিনকাটানো ছাড়া আর কোনও উপায় নেই যুবকের!

thebengalpost.net
মা’র সাথে শান্তনু মন্ডল :