দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে নাজেহাল মেদিনীপুর বাসী। আজ ও কাল অর্থাৎ ১৬ এবং ১৭ ডিসেম্বর, দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস হল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন (AIBOC), অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশিন (AIBEA) এবং ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স (NOBW) সহ নয়টি ইউনিয়নের একটি সংস্থা। সারা দেশব্যাপী ডাকা ধর্মঘটে সামিল হয়েছেন মেদিনীপুরের শাখা ইউনিয়ন গুলিও। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ ব্যাঙ্ক এবং বিভিন্ন এটিএম। কিছু এটিএম অবশ্য খোলা আছে। এদিকে, এর ফলে ডিসেম্বর মাসের উৎসব ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আবহে চরম সমস্যায় পড়লেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হল ব্যাঙ্কের বিভিন্ন কাজেরও। প্রসঙ্গত, বুধবার সরকারের সঙ্গে এক বৈঠকে বসেছিল ব্যাঙ্ক কর্মী সংগঠনের সদস্যরা। সেই বৈঠকে কোনও সমাধান সূত্র বেরিয়ে না আসায় ধর্মঘটের কথা নিশ্চিতভাবে ঘোষণা করা হয়। সারা দেশের সাথে সাথে রাজ্যে তথা মেদিনীপুরেও পালিত হচ্ছে এই ব্যাঙ্ক ধর্মঘট।
উল্লেখ্য যে, সরকারি খাতের দু’টি ব্যাঙ্ক বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে বিভিন্ন সরকারি ব্যাঙ্কের প্রায় নয় লাখ কর্মচারী ধর্মঘট করছেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সহ বেশিরভাগ ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের গ্রাহকদের চেক ক্লিয়ারেন্স এবং ফান্ড ট্রান্সফারের মতো ব্যাঙ্কিং অপারেশনগুলিতে ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC) এর সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেছেন, “বুধবার অতিরিক্ত প্রধান শ্রম কমিশনারের সঙ্গে সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে, তাই ব্যাঙ্ক ইউনিয়নগুলি ধর্মঘট করছে।” এদিকে, চলতি মাস শেষ হতে আর মাত্র ১৫ দিন বাকি। এই বাকি ১৫ দিনে দেশের কিছু অংশে (সব রাজ্যে সমানভাবে প্রযোজ্য নয়) ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আজ ও আগামীকাল সারা দেশে ব্যাংক কর্মচারীদের ধর্মঘট রয়েছে। শনিবার ব্যাঙ্ক খোলা। তবে, স্থানীয় ছুটির কারণে ১৮ ডিসেম্বর শনিবার মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। আগামী সপ্তাহেও অনেক ছুটি রয়েছে। বড়দিনের কারণে মিজোরামে ২৪ ডিসেম্বর ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এরপর, ২৫ ডিসেম্বর বড়দিন এবং মাসের চতুর্থ শনিবার সারাদেশে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর রবিবারের কারণে সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পরে, ২৭ ডিসেম্বর মিজোরামে বড়দিন উদযাপনের ছুটি রয়েছে। ইউ কিয়াং নংবাহ স্মরণে ৩০ ডিসেম্বর মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। মিজোরামে নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর, মাসের শেষ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অংশে সাধারণ মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা পেতে সমস্যায় পড়তে হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…