দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি:তাঁর পরিবারের সদস্যরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সেরে উঠেছেন সকলেই। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিকদের ‘করোনা যোদ্ধা’ (Covid Warrior) হিসেবে সংবর্ধনা দিলেন মেদিনীপুরের ব্যবসায়ী ও সমাজকর্মী রাজেশ চক্রবর্তী। মেদিনীপুর ও খড়্গপুর শহরের প্রায় ৫০ জন সাংবাদিকের হাতে ফুল, স্মারক ও উপহার তুলে দেন তিনি। তিনি মনে করেন, “চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের সাথে সাথে সাংবাদিকদের অতিমারী যুদ্ধে সাংবাদিকদের অবদানও অনস্বীকার্য। প্রতিমুহূর্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা প্রতিটি হাসপাতাল, সমস্যায় পড়া প্রতিটি সাধারণ মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নানা কর্মকাণ্ড তুলে ধরেন। আর, সেজন্যই প্রশাসন কিংবা স্বাস্থ্য দপ্তরের কাজ অনেক সহজ হয়ে যায়। সবথেকে বড় কথা, সাধারণ মানুষ সচেতন হতে পারেন প্রতিটি বিষয়ে। প্রশাসনের সাথে সাধারণ মানুষের একটি সুন্দর সংযোগ স্থাপন করে তোলেন সাংবাদিকরা।”
উল্লেখ্য যে, স্বল্প বয়সেই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত হওয়া ছাড়াও, প্রতিমুহূর্তে সমাজের জন্য নানা কাজকর্ম করে বেড়ান মেদিনীপুর শহরের বাসিন্দা রাজেশ চক্রবর্তী। অতিমারীর সময়েও বিভিন্নভাবে তিনি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। রবিবার তিনি সাংবাদিকদেরও সম্মান জানান একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে। শহরের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজেশ বললেন, “স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, সাংবাদিকরাও করোনা যোদ্ধা। অতিমারীর সময়ে বারবার তিনি সাংবাদিকদের কুর্নিশ জানিয়েছেন। আজ সাংবাদিকদের সম্মান জানাতে পেরে আমিও নিজেকে ধন্য বলে মনে করছি।” খুশি দুই শহরের প্রবীণ ও নবীন সাংবাদিকরাও।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: ২০০৮-র পর ২০২৫। ১৭ বছর পর প্রাথমিকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: সরস্বতী পূজায় এ এক অন্য হাতে খড়ি!…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: পাত্রী নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। বয়স মাত্র…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: কথায় বলে, "যা নেই ভারতে (মহাভারতে), তা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: "সবাই বলছেন এরকম এক পবিত্র স্থানে বা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মঙ্গলবার (২৮ জানুয়ারি)-ই কলকাতার SSKM হাসপাতাল থেকে…