দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: ফের ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records) এলো জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে! অনন্য কীর্তি সাধন করে ৫ বছরের সোয়েতা ছিনিয়ে নিল এই পুরস্কার। মাত্র ২ মিনিট ৩৪ সেকেন্ডে দেশ-বিদেশের ১১১ টি পাখির ছবি দেখে, তার বাংলা ও ইংরেজি নাম গড়গড় করে বলতে পারে সোয়েতা। চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়ন্তীপুরের বাসিন্দা শিক্ষক অভিজিৎ দত্ত ও সুদেষ্ণা দত্তের একমাত্র মেয়ে সোয়েতা’র এই ‘স্মৃতিশক্তি’ই মুগ্ধ করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষকে। অবশ্য, নাচ, গান, আবৃত্তি ও অঙ্কনেও পারদর্শী ছোট্ট সোয়েতা। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই পুরস্কারের জন্য আবেদন জানিয়েছিলেন অভিজিৎ বাবু। জুলাইয়ের প্রথমেই সোয়েতা’কে মনোনীত করেছে কর্তৃপক্ষ। সোমবার সেই পুরস্কার এসে পৌঁছেছে তার বাড়িতে। জঙ্গলমহলের এই প্রত্যন্ত এলাকায় এখন খুশির হাওয়া সোয়েতা’কে ঘিরে!

thebengalpost.in
ফের ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এলো পশ্চিম মেদিনীপুরে! ৫ বছরের সোয়েতা-র ‘স্মৃতিশক্তি’ মুগ্ধ করবে আপনাকেও :

ভিন্ন ভিন্ন প্রজাতির ১১১ ধরনের পাখির ছবি দেখে তা কয়েক সেকেন্ডের মধ্যেই চিনে ফেলে, বাংলা ও ইংরেজিতে নাম বলতে পারে সোয়েতা। বয়স মাত্র ৫ বছর ৪ মাস। স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের সিনিয়র কেজি ক্লাসের ছাত্রী সে। বাবা অভিজিৎ দত্ত মোড়েশ্বরপুর সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের গণিত বিষয়ের শিক্ষক। তিনি জানালেন, “ঈশ্বরের আশীর্বাদে ছোট থেকেই ওর স্মরণশক্তি খুব ভালো। যেকোনো বিষয় দু’একবার দেখে, শুনে কিংবা পড়ে মনে রাখতে পারে। ছবিও এঁকে ফেলতে পারে খুব তাড়াতাড়ি। সকলের শুভকামনায় এভাবেই এগিয়ে চলুক এটাই চাইবো।” গৃহবধূ সুদেষ্ণা’ই মেয়েকে পড়তে বসান। বললেন, “আমিও এত দ্রুত মনে রেখে বলতে পারিনা! ওর চেষ্টা ও ইচ্ছে আছে। দেখা যাক ঈশ্বরের আশীর্বাদ ও আন্তরিক প্রচেষ্টায় কতদূর যেতে পারে!” রথযাত্রার দিনই বাড়িতে পৌঁছেছে ইন্ডিয়া বুক রেকর্ডসের মেডেল, শংসাপত্র, বিশেষ পেন (কলম) প্রভৃতি। নাতনির এই প্রাপ্তিতে খুশিতে মেতে উঠেছেন সোয়েতার বৃদ্ধা ঠাকুমাও!