দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তোলা হয়ে গেছে আগেই। পশ্চিম মেদিনীপুরের ছোট্ট আত্রেয়ী মাত্র ৫ বছর ৩ মাস বয়সেই এবার নাম তুললো ‘এশিয়া বুক অফ রেকর্ডসে’ (Asia Book of Records)। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ইংরেজি বর্ণমালা (A to Z)‌ উল্টো দিক (রিভার্স) থেকে (Z থেকে A পর্যন্ত ৬ বার বলতে পারার কৃতিত্ব অর্জনের পর-ই গত মে (২০২২) মাসে ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ কর্তৃপক্ষ আত্রেয়ীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে। এর আগে, মার্চ মাসে আত্রেয়ী ২৩ সেকেন্ডে একবার উল্টো দিক থেকে ইংরেজি বর্ণমালা (Z থেকে A) বলে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর স্বীকৃতি লাভ করেছিল। মাত্র ২ মাসের মধ্যে বাবা অনিরুদ্ধ ঘোষ এবং সমাপ্তি ঘোষ এশিয়া বুক অফ রেকর্ডসের জন্য আত্রেয়ী-কে প্রস্তুত করেন। চোখের পলক ফেলার আগেই এখন সে Z থেকে A পর্যন্ত (একেকবার মাত্র ৫ সেকেন্ডে) বলতে পারে!

thebengalpost.net
বাবা-মা’র সঙ্গে আত্রেয়ী:

গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড়ের বাসিন্দা অনিরুদ্ধ বাবু বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডিআইবি-তে কর্মরত। পরিবার নিয়ে মেদিনীপুর শহরেই থাকেন। আত্রেয়ী শহরের টেকনো ইন্ডিয়া ইংরেজি মাধ্যম স্কুলে কেজি ক্লাসে পড়ে। জুন মাস নাগাদ আত্রেয়ী’র কাছে এসে পৌঁছেছে ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ এর পুরস্কার, শংসাপত্র প্রভৃতি। এরপর তাঁদের স্বপ্ন ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’ এর স্বীকৃতি অর্জন করুক আত্রেয়ী! পুলিশ কর্মী অনিরুদ্ধ বাবু জানিয়েছেন, লড়াইটা আরও কঠিন। বাংলা ও ইংরেজি বর্ণমালা নিয়ে ওকে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করছি। পড়াশোনার সাথে সাথে গান, নাচ ও অঙ্কনেও পটু আত্রেয়ী। তবে, যেভাবে সে চোখের পলক ফেলার আগেই Z থেকে A পর্যন্ত বলতে পারে, তা সত্যিই অনন্য! পশ্চিম মেদিনীপুরের এই ক্ষুদে প্রতিভা’র জন্য আরও সাফল্য কামনা করছেন মেদিনীপুর বাসী।