দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি’ পুরস্কার পেলেন শিক্ষক ও গবেষক অতনু মিত্র। ২০২১ সালে ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকায় প্রকাশিত রচনাগুলির মধ্যে তাঁর প্রবন্ধটি শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে। শনিবার কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার স্বরূপ ‘রৌপ্য পদক’ তুলে দেন পরিষদের সভাপতি সুমিত্রা চৌধুরী। কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ-এর প্রতিষ্ঠা হয় ১৯৪৮ সালের ২৫ জানুয়ারি। প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় অধ্যাপক বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। বাংলা ভাষায় বিজ্ঞানের গবেষণা ও অগ্রগতির লক্ষ্যে সেই সময় থেকেই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ-এর মুখপত্র হিসাবে প্রকাশিত হয় ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকা। সত্যেন্দ্রনাথ বসু ১৯৫০ সালে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এই মাসিক ‘জ্ঞান-বিজ্ঞান’ পত্রিকার গত ডিসেম্বর সংখ্যায় ‘কিশোর বিজ্ঞানীর আসর’ বিভাগে প্রকাশিত হয় অতনু মিত্রের লেখা পিঁপড় বিষয়ক এক অনুসন্ধানমূলক প্রবন্ধ ‘আহা পিঁপড়ে’।

thebengalpost.net
পুরস্কৃত অতনু মিত্র (Atanu Mitra) :

জ্ঞান-বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত তাঁর এই প্রবন্ধটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদসহ পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এই প্রবন্ধটিকে ‘কিশোর বিজ্ঞানীর আসর’ বিভাগে ২০২১ সালে প্রকাশিত প্রবন্ধগুলির মধ্যে শ্রেষ্ঠ প্রবন্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ৫ মার্চ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তাদের কলকাতা কার্যালয়ে এক অনুষ্ঠানে লেখক অতনু মিত্রকে শ্রেষ্ঠ প্রাবন্ধিক হিসাবে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি’ পুরস্কার স্বরূপ একটি রৌপ্য পদক দিয়ে সম্মানিত করেন। বিভিন্ন মহল থেকে বহু বিশিষ্ট ব্যক্তি অবিভক্ত মেদিনীপুরের এই সুপ্রতিষ্ঠিত গবেষক ও লেখক-কে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় পিঁপড়ের উপর অতনুবাবুর একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আনন্দবাজার পত্রিকা-তেও তিনি পিঁপড়ের উপর প্রবন্ধ লিখেছেন। মেদিনীপুর শহরের বাসিন্দা তথা শহরের তারাকালী বিদ্যাপীঠের শিক্ষক অতনু মিত্রের বহু অনুসন্ধানমূলক প্রবন্ধ জ্ঞান-বিজ্ঞান ছাড়াও দেশ-বিদেশের বহু পত্র-পত্রিকা ও জার্নালে প্রকাশিত হয়েছে।

thebengalpost.net
রৌপ্যপদক :