thebengalpost.net
বাবা-মা'র সঙ্গে অর্চিষ্মান:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: ফের সাফল্য পেলেন ‘রেলশহর’ খড়্গপুর তথা পশ্চিম মেদিনীপুর জেলার ‘গর্ব’ অর্চিষ্মান নন্দী (Archisman Nandy)। প্রসঙ্গত, ৯৯ শতাংশ নম্বর পেয়ে চলতি বছরের ICSE’র সর্বভারতীয় মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন খড়্গপুর শহর সংলগ্ন চাঙুয়াল (বারবেটিয়ার কাছে)-এর বাসিন্দা অর্চিষ্মান। সেন্ট অ্যাগনেস স্কুল (St. Agnes School, Kharagpur) থেকে ICSE বা দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দেওয়ার পর, অর্চিষ্মান বর্তমানে IIT Kharagpur ক্যাম্পাসে অবস্থিত ডিএভি মডেল স্কুলে (DAV Model School)’র একাদশ শ্রেণীতে (বিজ্ঞান বিভাগে) পাঠরত। সম্প্রতি, কলকাতার ‘সেন্টার ফর পেডাগজিক্যাল স্টাডিজ ইন ম্যাথমেটিক্স’ (Centre for Pedagogical Studies in Mathematics/ CPSM)- এর উদ্যোগে আয়োজিত দশম শ্রেণীর ‘Achievement Cum Diagnostic Test in Mathematics’ (ADTM) নামক রাজ্যভিত্তিক অঙ্কের কম্পিটিটিভ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ‘রেলশহর’ খড়্গপুরের অর্চিষ্মান নন্দী।

thebengalpost.net
বাবা-মা’র সঙ্গে অর্চিষ্মান:

সম্প্রতি, কলকাতায় CPSM- এর দু’দিন ব্যাপী ৩৪তম বার্ষিক সম্মেলন (Annual Conference) অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অর্চিষ্মানের হাতে পুরষ্কার তুলে দেন CPSM কর্তৃপক্ষ। পুরস্কার স্বরূপ অর্চিষ্মান পেয়েছেন শংসাপত্র, বই, মেডেল, ট্রফি এবং উপহার স্বরূপ অর্থ। অর্চিষ্মানের বাবা ড. মিঠুন নন্দী একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উচ্চ পদে কর্মরত। মা অনিন্দিতা মাইতি নন্দী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের টেকনিক্যাল পদে কর্মরত। তাঁরা জানান, তৃতীয় শ্রেণী থেকেই অর্চিষ্মান CPSM এর ADTM পরীক্ষাটি দিয়ে আসছে এবং প্রতিবছরই পরীক্ষার সর্বোচ্চ গ্রেড A++ পেয়ে এসেছে। ADTM পরীক্ষায় এই ধারাবাহিক সাফল্যের কারণে CPSM কর্তৃপক্ষ ২০২৩ সালের Bhagaban Chandra De Memorial Prize-ও প্রদান করে অর্চিষ্মানকে। অর্চিষ্মান জানান, তাঁর প্রিয় বিষয় অংক এবং কম্পিউটার সায়েন্স। বাবা-মা ছাড়াও অর্চিষ্মানের এই সাফল্যে খুশি তাঁর পরিবার-পরিজন ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

thebengalpost.net
অর্চিষ্মান নন্দী :