দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: গত কয়েকদিনে মেদিনীপুর শহরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এবার বড়সড় সাফল্য পেল মেদিনীপুরের কোতোয়ালী থানা! বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হল শহরের বিভিন্ন এলাকা থেকে। এর মধ্যে, ৩ দুষ্কৃতীর একটি দলের কাছে পাওয়া গেছে একটি দেশি পিস্তল। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জন দুষ্কৃতীই মেদিনীপুর শহরেরই বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার তাদের আদালতে তোলা হলে ৩ দুষ্কৃতী’র (অপু, রাজা, আদিত্য) ৬ দিনের পুলিশ হেফাজত এবং বাকি ১২ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই ৩ দুষ্কৃতীর কাছে বন্দুক কিভাবে এল, তা তদন্তের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

thebengalpost.net
১৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতোয়ালী থানা :

অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) রাতেই খড়গপুর গ্রামীণ থানার পুলিশ খড়্গপুর থেকে সাঁকরাইল যাবার পথে পড়াডিহা এলাকায় চার দুষ্কৃতীকে গাঁজা সমেত গ্রেফতার করে। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ প্রথমে তাদের আটক করে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে প্রায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করে লোকাল থানার পুলিশ। গ্রেফতার করা হয় চার দুষ্কৃতীকে। চারজনই মেদিনীপুর শহরের বাসিন্দা। তাদের নাম যথাক্রমে- শেখ আসিফ ইকবাল (বয়স- ১৯, কেরানীচটি), সৌমজিৎ মাইতি (বয়স- ২১, নজরগঞ্জ), বিকাশ দাস (বয়স- ২২, মিরবাজার-কাঁথকালি) এবং শেখ মারুক (বয়স- ১৯, সিপাই বাজার)। সোমবার তাদের বিশেষ আদালতে শুনানি হবে বলে খড় গ্রামীণ থানা সূত্রে জানা গেছে।

thebengalpost.net
মেদিনীপুরের ৪ দুষ্কৃতী গাঁজা সমেত গ্রেপ্তার খড়্গপুরে :