দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের নিখোঁজ এক নাবালিকাকে হাওড়া জেলার পাঁচলা এলাকা থেকে উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবকক। সোমবার ওই যুবককে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে, বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া ওই নাবালিকাকে আপাতত পাঠানো হয়েছে একটি সরকারি হোমে। প্রসঙ্গত, নারায়ণগড় এলাকার এক নাবালিকা নিখোঁজ ছিল গত কয়েকদিন ধরে। গত ১৪ ডিসেম্বর নাবালিকার দিদি নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক যুবকের নামে। এরপরই, তদন্তে নামে নারায়ণগড় থানার পুলিশ। হাওড়া’র পাঁচলা থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। বিজয় দোলই নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

thebengalpost.net
নারায়ণগড় থানা :

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ওই নাবালিকার দিদি নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বিজয় দোলই নামে স্থানীয় এক যুবক তাঁর নাবালিকা বোনকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গেছে! তারপরই তদন্তে নেমে নারায়ণগড় থানার পুলিশ ওই নাবালিকা’কে হাওড়া’র পাঁচলা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসেন। একইসঙ্গে, গ্রেফতার করা হয় ওই যুবককে। সোমবার মেদিনীপুর আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় এবং মেডিক্যাল পরীক্ষা করা হয়। এরপরই, নাবালিকাকে আপাতত একটি হোমে পাঠানো হয়। ১৪ দিনের জেল হেফাজত হয় বিজয় দোলই নামে ওই যুবকের।