তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: পশ্চিম মেদিনীপুরের অবসরপ্রাপ্ত শিক্ষকের সাইকেলে ঝোলানো ব্যাগ থেকে প্রায় দু’লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার ধৃতদের ঘাটাল আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার (৮ জুন) সকাল সাড়ে দশটা-এগারোটা নাগাদ দাসপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার মাজি স্থানীয় গোপীগঞ্জ স্টেট ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার মাঝে তাঁর সাইকেল একটি দড়ি জড়িয়ে যায়। বৃদ্ধ যখন সাইকেল থেকে দড়ি খুলতে ব্যস্ত ছিলেন, সেই সময়ে বাইকে চেপে ৩ জন ব্যক্তি তাঁর কাছে আসেন এবং সাইকেল থেকে দড়িটি ছাড়িয়ে দেওয়ার অছিলায়, সাইকেলে রাখা ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দেয়।
এরপরই, দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর, বৃহস্পতিবার রাতে খড়্গপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। দুই দুষ্কৃতী হল- শেখ রাজু এবং অরুণ মজুমদার। দু’জনই খড়গপুরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে টাকাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ এবং শুক্রবার তাদের ঘাটাল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আদালত ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। এদিকে, মাত্র ২৪ ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যেই এই ছিনতাইয়ের কিনারা করা এবং অবসরপ্রাপ্ত বৃদ্ধের টাকা ফিরিয়ে দেওয়ার কৃতিত্বে বাহবা কুড়োচ্ছে দাসপুর থানার পুলিশ।