দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: কালীপূজা আসছে। নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতে পুলিশি ধরপাকড়ও জোরদার হচ্ছে! শনিবার নিষিদ্ধ বাজি সমেত এক যুবককে গ্রেফতার করল শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট। শনিবার দুপুরে ফারেশতুল মণ্ডল নামে বছর ৪০ এর এই যুবককে ২ বস্তা নিষিদ্ধ শব্দবাজি সমেত হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পিড়াকাটা বাজার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মেদিনীপুর গ্রামীণ এলাকার ছেড়ুয়া থেকে ওই যুবক ২ বস্তা বাজি নিয়ে এসেছিল জঙ্গলমহল পিড়াকাটায়। যুবকের বাড়িও ছেড়ুয়ায়। এমনিতে, এই ছেড়ুয়ার বাজি জেলার মধ্যে বিখ্যাত! সেখান থেকেই বিক্রির জন্য বাজি নিয়ে এসেছিল ফারেশতুল মণ্ডল নামে ওই যুবক। কিন্তু, গোপন সূত্রে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ খবর পায় যে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে এক যুবক পিড়াকাটায় পৌঁছেছে! সেইমতো বস্তাসমেত যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে অন্তত ১৫০ টি গাছ বোমা এবং ৫৫ প্যাকেট অন্য শব্দ বাজি পাওয়া যায়। তারপরই, যুবককে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালতে তোলা হবে জানিয়েছেন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা।