দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: চুরি করা ৫-টি মোবাইল বিক্রি করতে গিয়েই পুলিশের জালে! কুখ্যাত দুষ্কৃতী’র কাছ থেকে ২৭-টি নামিদামি ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করল খড়্গপুর গ্রামীণ থানা। শেখ ফিরোজ নামে বছর ৩০-এর ওই ‘কুখ্যাত’ দুষ্কৃতী বা ছিনতাই বাজকে গ্রেফতার করে বুধবার আদালতে তোলা হয়। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ফিরোজ নামে ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে, আরও মোবাইল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ।

thebengalpost.net
উদ্ধার নামিদামি ব্র্যান্ডের ২৭-টি মোবাইল:

জানা গেছে, খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত তেঁতুলমুড়ি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজ মঙ্গলবার ব্যাগে করে পাঁচটি মোবাইল খড়্গপুর গ্রামীণ এলাকার মাওয়া বাজারে বিক্রি করতে গিয়েছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায়, পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই, ফিরোজ স্বীকার করে নেয় ওই পাঁচটি মোবাইল চুরি করা মাল! এরপর, তাকে গ্রেফতার করে খড়গপুর গ্রামীন থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করতেই উদ্ধার হয় আরও ২২-টি মোবাইল। বুধবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে, পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়ক এলাকায় মোবাইল ছিনতাই এবং চুরি ঘটনার সঙ্গে জড়িত শেখ ফিরোজ। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ।

thebengalpost.net
শেখ ফিরোজ: