দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরে মধ্যযুগীয় বর্বরতার চিত্র উঠে এল! চোর সন্দেহে চার শিশুকে দড়ি দিয়ে বেঁধে, প্রকাশ্য রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হল। ঘটনাটি গড়বেতা ১ নং ব্লকের জবা এলাকার। শুক্রবার বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্ত রবিয়াল খান-কে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় নিন্দার ঝড় জেলা জুড়ে। ঘটনার নিন্দা করেছেন এলাকার বিডিও থেকে শুরু করে শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
জানা গেছে, রবিয়াল খান নামে বছর ৪৫ এর ওই ব্যক্তির দাবি ওই ৮-১০ বছরের শিশুগুলি তাঁর ট্রাক্টরের পার্টস চুরি করেছে। এই অপরাধেই শিশুগুলিকে দড়িতে বেঁধে, প্রকাশ্য রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করেন রবিয়াল। এরপর, শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ। শিশুদেরকে নিয়ে যাওয়া হয় গড়বেতা হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এই বিষয় নিয়ে গড়বেতা ১ নং ব্লকের বিডিও ওয়াসিম রেজা বলেন, “ঘটনাটি শুনেছি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাচ্চাদের গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে।”