দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল: মঙ্গলবার ভরসন্ধ্যায় ‘রেল শহর’ খড়্গপুরের ইন্দা এলাকায় যে হাড়হিম করা ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল, ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই তার কিনারা করল খড়্গপুর টাউন থানার পুলিশ। মেদিনীপুর শহর থেকে গ্রেফতার করা হল মূল পান্ডা তথা ছিনতাইবাজকে। আটক করা হয়েছে, ছিনতাইয়ের সময় ব্যবহৃত স্কুটার’টিও। তার অপর সঙ্গীর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ঠিক সাতটা দশ নাগাদ দ্বাদশ শ্রেণির এক ছাত্রী’র মোবাইল ছিনতাইয়ের পর, বাধা দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে, রাস্তার উপরই ধাক্কা দিয়ে ফেলে দেয় দুই ছিনতাইবাজ। ব্যস্ততম ইন্দা এলাকায়, ওটি রোডের উপর এই ঘটনায় গুরুতর আহত হয়েছিল ছাত্রীটি! ঘটনায় ছড়িয়েছিল প্রবল আতঙ্ক। এরপর, ওই এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) হাতে পায় খড়্গপুর টাউন থানার পুলিশ। আর, তারপরই তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টা’র মধ্যে, বুধবার রাতে, প্রধান দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিশাল পান্ডে। ২০-২২ বছরের যুবক মেদিনীপুর শহরের জর্জকোর্ট সংলগ কামারপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরেই তাকে তোলা হচ্ছে আদালতে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বন্ধু’র জন্মদিনের পার্টিতে যোগ দিতে বেরিয়ে, ইন্দা এলাকারই বাসিন্দা, দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী অন্যান্য বন্ধুদের জন্য অপেক্ষা করছিল খড়্গপুর কলেজ সংলগ্ন ডোমিনস রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে, ইন্দা ওটি রোডের পাশে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওই ছাত্রীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে, রেল শহরের আর পাঁচটা ছিনতাইয়ের ঘটনার মতোই, সেই একই স্টাইলে বাইকে (স্কুটারে) চেপে দুই দুষ্কৃতী পৌঁছয়। এরপর, তাকে কিছু বুঝতে না দিয়েই তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্কুটির পেছনে বসে থাকা দুষ্কৃতী। বাধা দিতে যায় ছাত্রী। কিন্তু, ওইটুকু মেয়ে কি আর পেরে ওঠে দুষ্কৃতীদের সঙ্গে! তাঁকে রীতিমতো টেনে হিঁচড়ে এবং ধাক্কা দিয়ে ফেলে খড়্গপুর শহরের দিকে পালায় দুষ্কৃতীরা। ছিনতাই করে নিয়ে যায় ছাত্রীর হাতে থাকা নামি কোম্পানির স্মার্টফোন-টিও! এদিকে, রাস্তার উপর পড়ে হাতে-পায়ে গুরুতর চোট পায় ওই ছাত্রী। আহত ছাত্রীকে স্থানীয়রাই তুলে নিয়ে আসেন এবং খবর দেন তাঁর বাড়িতে এবং খড়্গপুর টাউন থানায়। খড়্গপুর মহকুমা হাসপাতালে ছাত্রীটির প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ। এরপরই, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে খড়্গপুর টাউন থানা। ঘটনার প্রায় ২৪ ঘন্টা’র মধ্যে বুধবার রাতে জেলা শহর মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় ঘটনার মূল পান্ডা তথা ছিনতাইবাজ-কে। ঘটনার দিন সেই স্কুটি চালাচ্ছিল বলে জানা গেছে। এর আগেও একাধিক ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে। অপরজনের খোঁজেও চলছে তল্লাশি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…