দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর আগেই খেলা দেখালো জেলা শহর মেদিনীপুরের কোতোয়ালী থানার পুলিশ! শহর ও সংলগ্ন এলাকা থেকে মোট ১৭ জন‌ দাগী অপরাধী-কে গ্রেফতার করা হলো একদিনের মধ্যেই। এর মধ্যে, অস্ত্র ও কার্তুজ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের বটতলা চকের রাহুল হাতি নামে এক যুবকক একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, তার আরও দুই সাগরেদকে একটি করে কার্তুজ সমেত গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময়ে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে, শহরের আবাস এলাকার আরেক কুখ্যাত দুষ্কৃতী বিষ্টু হাঁসদা-কে ৩০ লিটার চোলাই মদ সমেত গ্রেফতার করা হয়েছে। জমির নকল দলিল করার অভিযোগে একজনকে গ্রেপ্তার হয়েছে। প্রত্যেককেই মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়েছে বৃহস্পতিবার।

thebengalpost.net
অস্ত্র সহ ৩ ডাকাত সমেত মোট ১৭ কুখ্যাত দুষ্কৃতীকে মেদিনীপুর শহর থেকে গ্রেফতার :

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মোট ১৩ জন কুখ্যাত অপরাধী এবং ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা থাকা আরো ৪ জন সমেত মোট ১৭ জনকে বুধবার রাতের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে তোলা হয়েছে। কোতোয়ালী থানা ও জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, শহরকে নিরাপদ রাখতে এই অপরাধী সাফাই অভিযান চলবে। এছাড়াও, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। শহরের বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং।

thebengalpost.net
উদ্ধার হওয়া বন্দুক ও কার্তুজ :