দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: গোটা নভেম্বর মাস জুড়ে একদিকে যেমন দুষ্কৃতী আর ছিনতাই বাজদের ধারাবাহিক আক্রমণের মুখোমুখি হয়েছেন রেলশহরের সাধারণ বাসিন্দা তথা মহিলারা, ঠিক তেমনই ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ প্রায় ২০-৩০ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে শুধু নভেম্বর মাসের শেষ ১৫-২০ দিনের মধ্যে। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর, ১৭ নভেম্বর ও ২৩ নভেম্বর পরপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। ধারাবাহিক ভাবে আভিযান চালিয়ে দুষ্কৃতীদের পাকড়াও করা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতেও ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ তাদের গ্রেফতার করে। প্রত্যেকেই খড়্গপুর শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর শহরের কল্যাণ মণ্ডপের সামনে মঙ্গলবার রাতে ৫ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। খড়্গপুর টাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। জড়ো হওয়া পাঁচজন ডাকাতকে মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেফতার করে। বুধবার তাদের খড়্গপুর আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ নিয়ে, গত ১০ দিনে প্রায় ২০ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ২০ নভেম্বর রাজা দাস নামে এক ছিনতাইকারী, ২৩ নভেম্বর একটি ম্যাটাডোর ও বন্দুক-গুলি সমেত ৭ দুষ্কৃতী, ২৬ ও ২৭ নভেম্বর যথাক্রমে ৩ জন ও ৪ জন দুষ্কৃতী (ভ্যান ও চুরি যাওয়া বাইক সহ) এবং ৩০ নভেম্বর রাতে ৫ দুষ্কৃতী-কে গ্রেফতার করেছে টাউন থানার পুলিশ। এই অভিযান এবং নাকা চেকিং ধারাবাহিকভাবে চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।