দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের আন্তঃরাজ্য সীমানা থেকে গ্রেফতার গাঁজা পাচারকারী! উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, পশ্চিম মেদিনীপুর সীমানা এলাকা সোনাকনিয়া থেকে সেখ সুরজ নামে ওই গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করল দাঁতন থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ২৭ কেজি গাঁজা। ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল। আরও বড় চক্রের হদিশ পেতে, ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

thebengalpost.net
উদ্ধার করা হয়েছে ২৭ কেজি গাঁজা :

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা উড়িষ্যা সীমান্ত, দাঁতনের সোনাকোনিয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাংলা উড়িষ্যার সীমানা লাগোয়া সোনাকোনিয়াতে বাইকে গাঁজা নিয়ে পাচার করার সময় শেখ সুরজ নামে যুবককে মোটরবাইক সহ হাতেনাতে পাকড়াও করে দাঁতন থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২৭ কেজি গাঁজা। পুলিশের অনুমান আন্তঃরাজ্য গাঁজা পাচারের সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া এই সেখ সুরজ। এর আগেও বেশ কয়েকবার গাঁজা সহ সুরজকে গ্রেপ্তার করেছিল দাঁতন থানার পুলিশ। মঙ্গলবার ধৃত সেখ সুরজকে মেদিনীপুর জেলা দায়রা আদালতে পেশ করেছে দাঁতন থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে দাঁতন থানার পুলিশ।

thebengalpost.net
গ্রেফতার করল দাঁতন‌ থানার পুলিশ :