দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, সন্দেশখালি, ২৯ ফেব্রুয়ারি: অনুগামীদের চোখে তিনি নাকি ‘সন্দেশখালির বাঘ’! আবার, নির্যাতিত বা নির্যাতিতাদের কাছে ভয়ঙ্কর নেকড়ে! তবে, কমবেশি সকলের কাছেই সন্দেশখালির শেখ শাহজাহান আসলে ‘পশু’ প্রজাতির এক বিপজ্জনক ব্যক্তি! অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার সাত সকালেই সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান-কে গ্রেফতার করল পুলিশ। গত ৫ জানুয়ারি, ইডি-র উপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের তরফে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে বসিরহাট আদালতে তোলা হবে। ইতিমধ্যেই শাহজাহান-কে কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। রেশন দুর্নীতি ছাড়াও নারী নির্যাতন, জমি দখল, বেআইনিভাবে ভেড়ি তৈরী করা প্রভৃতি অভিযোগ আছে শাহজাহানের বিরুদ্ধে। আছে ইডি-র উপর হামলার অভিযোগও।

thebengalpost.net
শেখ শাহজাহান:

উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতিতে বালু (জ্যোতিপ্রিয় মল্লিক) ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেদিন বাংলা এক বেনজির ঘটনার সাক্ষী থেকেছিল! অভিযোগ ওঠে, শেখ শাহজাহানের বাড়ির দরজার তালা ভাঙার চেষ্টা করতেই হাজার হাজার মহিলা পুরুষ ইডি-র দিকে তেড়ে এসেছিলেন লাঠি, বাঁশ, লোহার রড হাতে। তাঁদের কাছে শেখ শাহজাহান ভগবান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত থাকতেই পারেন না! সেদিন ইডি আধিকারিকদের মার খেতে হয়েছিল। সিআরপিএফ জওয়ানদের কলাবাগান থেকে দৌড়ে পালাতে হয়েছিল। মাথা ফেটেছিল দুই ইডি আধিকারিকের। তখন থেকেই শেখ শাহাজাহান বেপাত্তা ছিল! অবশেষে ৫৫ দিন পর গ্রেফতার করা হল তাকে। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতাকে।

প্রসঙ্গত, রাজ্য পুলিশের ডিজি-র সন্দেশখালিতে রাত্রিযাপনের পরই কোথাও একটা জল্পনা চলছিল, এবার হয়তো শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। যদিও, শাসকদলের তরফে শাহজাহানের গ্রেফতারিতে আইনি-জটিলতার দাবি করা হচ্ছিল। অপরদিকে, বিরোধীরা প্রশ্ন তুলছিলেন, পুলিশ ও শাসকদলের ছত্রছায়াতেই আছে শাহজাহান। রবিবার প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।” তারপরই অবস্থান স্পষ্ট করে কলকাতা হাইকোর্ট। এরপর, তৃণমূলের তরফে বলা হয়- আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার করা হবে শাহজাহানকে। দলের সাত দিনের ডেটলাইনের ৩-দিনের মাথায় গ্রেফতার হল সন্দেশখালির বাঘ বা নেকড়ে শেখ শাহজাহান!