দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: মেদিনীপুর শহর থেকে এক ভুয়ো আইপিএস (Fake IPS OFFICER) কে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হচ্ছে। ওই যুবকের নাম সৌম্যকান্তি মুখার্জি। বাড়ি শহরের লাইব্রেরী রোড এলাকায় (বটতলাচক সংলগ্ন এলাকায়)। ভুয়ো পরিচয় দিয়ে আর্থিকভাবে প্রতারণা করার অভিযোগ আছে ওই যুবকের বিরুদ্ধে। এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।

thebengalpost.in
ভুয়ো আইপিএস অফিসার গ্রেপ্তার :

উল্লেখ্য যে, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠকে জানালেন, “মেদিনীপুর শহর থেকে সৌম্যকান্তি মুখার্জি নামে (বয়স আনুমানিক ৩০-৩২) এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইপিএস অফিসার (IPS OFFICER) পরিচয় দিয়ে টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন, মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাসিন্দা জনৈক তাপস ব্যানার্জি। লোন সেটেলমেন্ট করিয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন ওই ভুয়ো আইপিএস যুবক।” এছাড়াও, অবৈধভাবে বা প্রভাব খাটিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন, সেইসব তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার সহ নানা অভিযোগ উঠে আসছিল জেলা শহর মেদিনীপুরে! কিন্তু, সুনির্দিষ্ট অভিযোগ না মেলায় ওই যুবককে গ্রেফতার করতে পারছিলনা পুলিশ। অবশেষে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার পুলিশ বুধবার রাতে ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বাড়ি থেকে ভুয়ো আইপিএস ব্যাজ, বন্দুক রাখার হোল্ডার, ভুয়ো পরিচয়পত্র সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হচ্ছে। পুলিশ ওই যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেও জানা গেছে।

thebengalpost.in
অভিযুক্ত যুবক :