দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: ওঁত পেতে অপেক্ষা করছিলেন সিআইডি আধিকারিকরা। আগে থেকেই প্রস্তুত ছিল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ বাহিনীও। ওড়িশা’র দিক থেকে গাড়ি চৌরঙ্গী এলাকায় পৌঁছতেই আটক করা হয়। প্রাইভেট কার বা ব্যক্তিগত চারচাকার ভেতরে থাকা দুই যুবক তখন রীতিমতো ঘামতে শুরু করেছেন। এরপরই, দু’জনকে বের করে তল্লাশি শুরু করেন সিআইডি আধিকারিকরা। ততক্ষণে পৌঁছে গেছে জেলা পুলিশ তথা গ্রামীণ থানার পুলিশ কর্মীরাও। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ১ কুইন্টাল (৯৮ কেজি) গাঁজা উদ্ধার হয়। তৎক্ষণাৎ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে খড়্গপুর লোকাল থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে।

thebengalpost.net
হাতেনাতে পাকড়াও:

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১ কুইন্টাল গাঁজা নিয়ে দুই আন্তঃরাজ্য পাচারকারী ওড়িশা থেকে চৌরঙ্গীর উপর দিয়ে দুর্গাপুরে যাবে বলে খবর ছিল সিআইডি আধিকারিকদের কাছে। সেই মতো তাঁদের একটি দল কলকাতা থেকে খড়্গপুরে এসে পৌঁছয়। তারপর জেলা পুলিশ তথা গ্রামীণ থানার পুলিশ কর্মীদের নিয়ে অভিযান শুরু করেন। সোমবার রাত্রি ৮ টা নাগাদ সুজুকি রিৎজ গাড়ি চৌরঙ্গীতে পৌঁছতেই সেটি আটক করে তল্লাশি শুরু করা হয়। উদ্ধার হয় ৯৮ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয়, গাড়িতে থাকা রাজু দাস ও আনন্দ দাস-কে। বছর ৩৬- এর রাজু ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে এবং বছর ৪৫- আনন্দ দাস হাওড়ার আন্দুলের বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দু’জনকেই আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

thebengalpost.net
বাজেয়াপ্ত ১ কুইন্টাল গাঁজা: