দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: বিক্ষোভের নামে কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের চারজন তাবড় শ্রমিক নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয়, INTTUC’র শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, “অশান্তি বরদাস্ত করা হবেনা”। এই মুহূর্তে তৃণমূল যে, সারা দেশের কাছেই নিজেদের ‘শিল্প দরদী মুখ’ তুলে ধরতে উন্মুখ তা বলাই বাহুল্য! প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে অবস্থিত বেসরকারি ব্যাটারি কারখানা (EXIDE)য় মঙ্গলবার বিক্ষোভ-অশান্তি হয়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগে, চারজন বিক্ষোভকারী ইউনিয়ন নেতাকে রাতেই গ্রেপ্তার করল পুলিশ! এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে শিল্প শহরে। তবে, শিল্প কলকারখানায় কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত নয়, সরকারের তরফে এই বার্তা দিতেই কড়া পদক্ষেপ বলে জানা গেছে।

thebengalpost.net
EXIDE কারখানায় উত্তেজনা:

জানা গেছে, সোমবার এক্সাইড ব্যাটারি কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে INTTUC’র কয়েকজন নেতার নেতৃত্বে বিক্ষোভ চলে। শ্রমিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কারখানা জুড়ে কার্যত অচলাবস্থা তৈরি হয়। এরপরই, কারখানার দুর্গাচক থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। তাদের শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই দুই শ্রমিক ইউনিয়নের নেতা সৌমেন বাগ ও শেখ মইদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। পরে, INTTUC’র তমলুক জেলা সভাপতি তাপস মাইতি এবং দলের অবজারভার পদে থাকা সঞ্জয় ব্যানার্জিকেও গ্রেপ্তার করা হয়। চারজনকেই আজ হলদিয়া আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। পুলিশি পদক্ষেপে খুশি হলদিয়ার শ্রমিক থেকে কারখানার মালিকরা। এদিকে, রাতেই INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হলদিয়া পৌঁছেছেন বলে জানা গেছে। “কোনরকম বিশৃঙ্খলা অশান্তি বরদাস্ত করা হবে না”, তিনি এই বার্তা দিয়েছেন বলে জানা গেছে।