Arrested

পশ্চিম মেদিনীপুরে গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় প্রাক্তন স্বামী সহ ১১ জন গ্রেপ্তার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: পরকীয়ার অপরাধে এক গৃহবধূকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়েছিল! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ঘটনায় নিন্দায় উত্তাল হয়েছিলো সারা রাজ্য। রবিবারের ওই ন্যক্কারজনক ঘটনায় আগেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল ঘাটাল থানার পুলিশ। সোমবার গৃহবধূর প্রাক্তন স্বামী সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক একজনকে ৩ দিনের পুলিশ হেফাজত ও বাকীদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার কথা স্বীকার করেছেন, ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী। তিনি জানান, “গৃহবধূর প্রথম স্বামী সন্তোষ কর’কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।”

ঘাটাল মহকুমা আদালত :

এদিকে, এই ঘটনার পর থেকে এখনও আতঙ্ক কাটেনি গৃহবধূর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো মধ্যযুগীয় বর্বরতার ছবি। তবে, ঘটনায় অনুতপ্ত নয় ধৃতরা। রবিবার ঘাটালের প্রতাপপুর গ্রামে পরকীয়ার শাস্তি দিতে, গৃহবধূকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। মহিলার অপরাধ ছিলো, ১৫ বছরের বিবাহিত স্বামীকে ছেড়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করা! ওই মহিলার দুই সন্তান আছে বলেও জানা গেছে। রবিবারের ওই ঘটনার কথা জানতে পেরেই তৎক্ষণাৎ পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘাটাল হাসপাতালে। পরে ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি নির্যাতিতা গৃহবধূ। গৃহবধূ বলেন, “ঠিক সময়ে পুলিশ না এলে ওরা আমাকে মেরেই ফেলত। প্রচন্ড মারধোর করেছে।” তিনি এও জানান, “আমার স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি হত। তাই তাকে ছেড়ে বছর দুই আগে একটি ছেলের সঙ্গে চলে গিয়েছিলাম। তাকে বিয়ে করে তার সঙ্গেই সংসার করি। দিন কয়েক আগে গ্রামে ফিরেছি। রবিবার সকালে হঠাৎ গ্রামের কিছু লোক বাড়িতে এসে, ডেকে আমাকে মারধর করতে থাকে। তাঁদের সঙ্গে আমার প্রথম পক্ষের স্বামীও ছিল। মারধরের পর জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরায়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।”

রবিবারের ঘৃণ্য ঘটনা :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

8 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

12 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

20 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago