দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ অক্টোবর: বলিউডে বহু তারকার নামই বার বার সামনে এসেছে মাদক কাণ্ডে। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর রণবীর কাপুর, অর্জুন কাপুর সহ বলিউডের বহু তারকার নাম জড়িয়ে ছিল মাদক কাণ্ডে। এবার সেই তালিকায় নাম জড়ালো বলিউডের ‘বাদশা’ কিং খান শাহরুখের পুত্র আরিয়ান খানের (Aryan Khan) নাম। মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই, তাঁকে গ্রেপ্তার করে এনসিবি। আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আজই তাদের মুম্বই ফেরত নিয়ে আসার ব্যাবস্থা করা হবে। উল্লেখ্য, এর আগে মাদক কাণ্ডে বলিউডের দীপিকা পাডুকোন, রাকুল প্রীত সিং, রিহা চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর নাম সামনে এসেছে।

thebengalpost.net
গ্রেফতার আরিয়ান খান (Aryan Khan) :

প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় নারকটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এনসিবি আধিকারিকরা জানতে পারেন, ওই ক্রুজে মাদক সেবন হবে। ঠিক সিনেমার কায়দায় এনসিবি’র আধিকারিকরা যাত্রী সেজে কর্ডেলিয়া নামে মুম্বাই থেকে গোয়া গামী ওই বিলাসবহুল ক্রুজে ওঠেন। ভিতরেই তখন চলছে মাদক সেবন এবং পার্টি। পার্টিতে মাদক সেবন করতে শুরু করে প্রায় প্রত্যেকেই। কেউ কেউ নেশায় বুঁদ হয়ে যায়। প্রায় অচৈতন্য হয়ে পড়েন অনেকেই। এরপরই এনসিবি আধিকারিকরা ১০ জনকে আটক করে। তারই মধ্যে ছিলেন আরিয়ান খান। তাঁকে জেরা করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। ওই ক্রুজ থেকে বাজেয়াপ্ত হয় কোকেন, হাশিশ এবং এমডিএমএ’র মতো মাদক। এতপরিমান মাদক কোথা থেকে এবং কিভাবে আনা হোলো সেই নিয়েই ওই ১০ জনকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এনসিবি আধিকারিক সৈয়দ সমীর ওয়াংখেড়েও আরিয়ানকে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেছেন।

thebengalpost.net
ANI সূত্রে খবর :