দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ১১ আগস্ট: রাখী পূর্ণিমা’র দিন-ই কোমরে দড়ি পড়লো বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলের! গ্রেপ্তার করা হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। গোরু পাচার মামলায় বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এদিন, সকাল থেকেই চারদিক থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় অনুব্রত মণ্ডলের বাড়ি। সকাল ১০ টা নাগাদ সিবিআই আধিকারিকদের ৮ থেকে ১০ জনের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করেন দরজা বন্ধ করে দিয়ে শুরু হয় তল্লাশি। এরপরই মূলত তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।

thebengalpost.net
ঘিরে ফেলা হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়ি:

উল্লেখ্য যে, মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় উড়ে আসেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। নিজাম প্যালেসে দীর্ঘ বৈঠক করেন তিনি। আবার রাতে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছোয় ৪–৫ জনের আরও একটি বিশেষ দল। গ্রেপ্তারি তাই অবধারিত ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার মধ্যরাতেই সিবিআই এর দল বীরভূমের শান্তিনিকেতনের রতন কুঠি ও পূর্ব পল্লী গেস্ট হাউসে পৌঁছে গিয়েছিল বলে সূত্রের খবর। তারপর, সকাল থেকেই ঘিরে ফেলা হয় অনুব্রত মণ্ডলের বাড়ি! অবশেষে সকাল ১১ টা নাগাদ গ্রেপ্তার করা হয় তাঁকে। তাঁর মেডিক্যাল টেস্ট করানো হবে বলেও জানা গেছে। জোকা ইএসএআই হাসপাতালে শারীরিক পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর। প্রয়োজনে তাঁকে ভুবনেশ্বর এইমসেও নিয়ে যাওয়া হতে পারে!