thebengalpost.net
ভদ্রভাবেই খড়্গপুর শহর ছাড়লো হাতি ঠাকুরের দল:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: বনকর্মী এবং হুলা পার্টির সদস্যদের তৎপরতায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকার সিস্টেম টেকনিক্যাল সংলগ্ন জঙ্গলে অবস্থানকারী ৯টি হাতির দলটিকে নির্বিঘ্নে শহরের বাইরে নিয়ে যেতে সক্ষম হল বনদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায়, সিস্টেম টেকনিক্যাল স্কুলের পেছনের জঙ্গল সংলগ্ন রাস্তা দিয়ে, শহরের আরামবাটির রেল লাইন পের করে হীরাডিহি বাঁধের দিকে পাঠানো হয়। একটি হস্তিশাবক সহ মোট ৯টি হাতির ওই দলটিকে খড়্গপুর বনবিভাগের ঝটিয়ার গভীরে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাতির ওই দলটি হিজলি রেঞ্জের অধীন হিজলি বিটের সালুয়া সংলগ্ন এলাকায় (ইএফআর ক্যাম্পের আশেপাশে) অবস্থান করছে।

thebengalpost.net
হুলা পার্টির সদস্যরা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে রেল লাইন পেরিয়ে খড়্গপুর শহরে প্রবেশ করেছিল ওই হাতির দলটি। সকাল থেকে হাতির ওই দলটিকে সাউথ সাইড এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুল সংলগ্ন ছোট একটি জঙ্গলে নজরদারির মধ্যে রাখা হয়েছিল পুলিশ ও বনদপ্তরের তরফে। সন্ধ্যার পর নির্বিঘ্নে ড্রাইভ করে ঝটিয়ার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়। শেষমেশ বনদপ্তরের সেই পরিকল্পনা সফল হয়। ভদ্রভাবেই ‘রেল শহর’ ছাড়ে হাতি ঠাকুরের দল! এদিকে, মঙ্গলবার দুপুর নাগাদ একট সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসে। ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত্রি ১টা ৪৫মিনিট নাগাদ খড়্গপুরের প্রাক্তন পৌরপ্রধান তথা MKDA-র ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকারের ২০নং ওয়ার্ডের কার্যালয়ের (ধ্যান সিং ময়দানের) পেছনের দিকের প্রাচীরের কিছু অংশ ভেঙে হাতিগুলি শহরে প্রবেশ করে। এরপরই হাতিগুলি রেলওয়ে এলাকা হিসেবে পরিচিত সাউথ সাইডে পৌঁছে যায়। ৯টি হাতির ওই দলটি খড়্গপুর গ্রামীণ এলাকা থেকে ৬নং ওয়ার্ডের সুভাষপল্লী দিয়ে ২০নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের প্রাচীরের একটা অংশ ভেঙে সাউথ সাইড এলাকায় পৌঁছয় বলে জানা গেছে। পুলিশ ও বনদপ্তরের তৎপরতায় হাতির ওই দলটিকে দিনভর ওই এলাকাতেই নজরদারির মধ্যে রাখা হয়। ফলে শহর জুড়ে তাণ্ডব চালাতে পারেনি তারা। যদিও, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বনদপ্তরের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।

thebengalpost.net
ভদ্রভাবেই খড়্গপুর শহর ছাড়লো হাতি ঠাকুরের দল:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):