দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল:সাতসকালেই লোকালয়ে চিতল হরিণ (Spotted Deer ????)। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের কর্ণগড় গ্রামে বৃহস্পতিবার সকালে হঠাৎই একটি পূর্ণবয়স্ক হরিণ লোকালয়ে চলে আসে। স্থানীয় মানুষজন হরিণটিকে দেখতে পেয়ে, তাড়া করে ধরে ফেলেন। এরপর, হরিণটিকে বেঁধে রেখে খবর দেওয়া হয় মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত ভাদুতলা রেঞ্জ অফিসে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত পৌঁছে হরিণটিকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। হরিণটির স্বাস্থ্য পরীক্ষা করার পর, সেটিকে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কে (Zoological Park) পাঠানো হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও পশ্চিম মেদিনীপুরের জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে হরিণ দেখতে পাওয়া গেছে। অনেক সময় আহত বা মৃত অবস্থায় হরিণ-কে উদ্ধার করেছেন গ্রামবাসীর কিংবা বনদপ্তরের কর্মীরা। যদিও, এদিন হরিণ-টিকে অনেকটাই সুস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখতে পান কর্ণগড়বাসী। কিন্তু, তার সুরক্ষার কথা ভেবেই, সেটিকে আটকে রেখে বনদপ্তরে খবর দেওয়া হয়। তার আগে অবশ্য এই চিতল হরিণ-টিকে দেখতে আশেপাশের গ্রাম থেকেও উৎসাহী জনতারা পৌঁছে যান। তবে, খবর পাওয়ার পরই নিকটবর্তী ভাদুতলা বনাঞ্চলের বনকর্মীরা এসে হরিণ-টিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গেছে, পূর্ণবয়স্ক এই হরিণটি গরমের কারণে সামান্য অসুস্থ হয়ে পড়েছে। হরিণটির চিকিৎসা করে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কে (Zoological Park) পাঠানো হবে। এদিকে, গ্রামবাসীদের এই তৎপরতায় খুশি বনদপ্তর ও পরিবেশকর্মী-রা।