দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: ৪ পায়ের বদলে ৬ পা নিয়ে জন্ম নিল বাছুর (Calf)! বিরল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধর্মা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দাসপুরের ধর্মা এলাকার বাসিন্দা অশোক দোলইয়ের একটি গর্ভবতী গাভী মঙ্গলবার সকালে শাবকের জন্ম দেয়। জন্মের পরই দেখা যায় বিরল ঘটনা। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, ২ টি অতিরিক্ত পা নিয়ে জন্মেছে বাছুরটি। এরপরই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় জমে ভিড়।
বাড়ির কর্তা অশোক দোলই, তাঁর স্ত্রী কাজল দোলই বলেন, ৪ পায়ের বদলে বাছুরটির শরীরে রয়েছে ৬ টি পা। অতিরিক্ত দু’টি পা শরীরের উপরের অংশে বা পিঠের কাছ থেকে বেরিয়েছে। তবে, বাকি ৪-টি পা স্বাভাবিক। যদিও, এ নিয়ে ছড়াতে শুরু করে নানা গুজব। ওই এলাকার বাসিন্দা অলক রায়, দিলীপ দোলই, দীপক রায়, কার্তিক দোলই সহ অন্যান্যরা জানান, এর আগে দাসপুর থানা এলাকায় এমন বাছুর জন্মগ্রহণের খবর শোনা যায়নি। যদিও, জন্মের পর অন্যান্য বাছুরের মতোই এই বাছুরটিও স্বাভাবিক আচরণ করছে বলে তাঁরা জানিয়েছেন। অন্যদিকে, পশু চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক ঘটনা না হলেও, এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এজন্য দায়ী পলিমেলিয়া (polymelia) নামে একটি জেনেটিকাল ডিস-অর্ডার। এর ফলে যে অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় তার নাম- পায়গোমেলিয়া বা সুপার নিউরামারি অঙ্গ। পশ্চিম মেদিনীপুরের পশুপ্রেমী সংগঠনের সক্রিয় সদস্য শিবু রানা জানিয়েছেন, শুধু গরু নয়, কুকুর, বিড়াল সহ অন্যান্য পশু; এমনকি মানুষের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে। এর ফলে পশুদের ক্ষেত্রে তেমন সমস্যা হয়না বলেও জানিয়েছেন তিনি।