দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি:একটি পথ কুকুরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মেদিনীপুর শহরের কেরানীচটিতে। এই অভিযোগে রবিবার দিনভর উত্তাল হল মেদিনীপুর শহর। পথ কুকুর ও অবলা প্রাণীদের সংগঠনের তরফে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে, এলাকাবাসীর সাথে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পথ কুকুরদের সংগঠনের ওই সদস্যদের নাকি মারধর করার হুমকিও দেওয়া হয়! রবিবার সকালের এই ঘটনার পর রাতে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সংগঠন তরফে। যে দু’জন ব্যক্তি নৃশংসভাবে ওই পথ কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে, তাদের উপযুক্ত শাস্তি চাওয়া হয়েছে।

thebengalpost.net
কুকুরটিকে মারার ছবি (ভিডিও থেকে কেটে নেওয়া হয়েছে) :

প্রসঙ্গত, রবিবার সকালে মেদিনীপুর শহরের কেরানীচটিতে একটি পথ কুকুরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই অভিযোগ কানে আসার পরই ঘটনাস্থলে পৌঁছে যান স্ট্রিট অ্যানিম্যাল লাভার্স সংগঠনের পক্ষ থেকে শিবু রানা, রিক চৌধুরী, রিমা কর্মকার, মৌমিতা মজুমদাররা। তাঁরা গিয়ে প্রথমে শোনেন, একটি বিড়ালকে কামড়ে দিয়েছিল বলে কুকুরটিকে মারা হয়েছে। কুকুরটি ‘পাগল’ ছিল বলেও এলাকাবাসীর বক্তব্য। এর প্রতিবাদ জানিয়ে শিবু, রিক, রিমা-রা বলেন, “কুকুর শিকারী প্রাণী। বিড়ালকে স্বাভাবিক নিয়মে কামড় দিতে পারে। তাই বলে কুকুরটিকে নৃশংস ভাবে হত্যা করতে হবে! এটা কি কোনো সমাধান।” এনিয়েই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালী থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, এই নৃশংস ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন শিবু, রিকরা। নেট মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশুপ্রেমীরা। তবে, বিভিন্ন ক্ষেত্রে শহরজুড়ে বিভিন্ন পাগল হয়ে যাওয়া কুকুরদের আক্রমণের মুখেও পড়তে হয় সাধারণ মানুষকে! সেক্ষেত্রে কি হবে? সেই ঘটনা মেনে নিয়ে শিবু, রিক, রিমা, মৌমিতা-রা জানাচ্ছেন, এক্ষেত্রে কুকুরের বিশেষ একটি রোগ হলে, কুকুর এই আচরণ করে। সেক্ষেত্রে দ্রুত তাঁদের খবর দিলে তাঁরা পৌঁছে গিয়ে কুকুরটিকে ধরে এনে চিকিৎসার ব্যবস্থা করবেন। আর যেখানে তাঁরা থাকবেন না, সেখানেও যেভাবে হোক কুকুরটিকে ধরে পশু চিকিৎসক বা হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন বলে তাদের অভিমত। কিন্তু, পরিবেশের স্বার্থে কখনোই তাকে মেরে ফেলা উচিৎ নয় বলে তাঁরা জানিয়েছেন।

thebengalpost.net
ঘটনাস্থলে উত্তেজনা :

thebengalpost.net
দায়ের হল অভিযোগ :