thebengalpost.net
কুকুরের কামড়ে আহত অনেকে, প্রতীকী ছবি:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর:পাগল বা উন্মাদ বা অসুস্থ কুকুরের আতঙ্ক সর্বত্রই থাকে। কারণ, কিছু বোঝার আগেই তারা হামলা করে। বাদ যায়না শিশুরাও! এবার, বাস্তবেই তা ঘটলো। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে সবং- আহত প্রায় ৪০ জন! আশঙ্কাজনক অবস্থায় অনেককেই ভর্তি করতে হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ধরনের কুকুরকে সাধারণত র‍্যাবিড ডগ (Rabid Dog) বা উন্মাদ কুকুর (Mad Dog) বলা হয়। পশুপ্রেমী ও পশু চিকিৎসকদের মতে, গুরুতর অসুস্থ এই ধরনের কুকুরকে কোনো ভাবে ধরে চিকিৎসা করতে হয়। নাহলে, এরা নিজেরা মারা যাওয়ার আগে, অনেককে ক্ষতবিক্ষত করে ফেলে! তবে, প্রশাসন এগিয়ে না এলে, এই কাজ যে বেশ কষ্টসাধ্য তা বলাই বাহুল্য! পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং বাজার ও নাকিন্দি এলাকায় একটি পাগলা বা অসুস্থ কুকুরের কামড়ে ১৮-১৯ জন আহত হয়েছেন! আহত একাধিক গবাদিপশুও। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে হঠাৎ একটি কুকুর শিশু থেকে শুরু করে গবাদি পশুদের কামড়াতে শুরু করে। সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে ৬ জনের অবস্থা গুরতর হওয়ায়, তাঁদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। এলাকায় যথেষ্ট আতংকের পরিবেশ তৈরী হয়! তবে, পরবর্তী সময়ে পাগল হয়ে যাওয়া কুকুরটিকে বাধ্য হয়েই প্রাণে মেরে ফেলেন এলাকাবাসী!

thebengalpost.net
কুকুরের কামড়ে আহত অনেকে, প্রতীকী ছবি:

অন্যদিকে, দাঁতনের মনোহরপুরের মোগলমারি এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত অন্তত ২০ জন। স্থানীয়দের বক্তব্য, ২-৩টি কুকুর রবিবার সকাল থেকে প্রায় ২০ জনের বেশি মানুষকে কামড় দেয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। এই পরিস্থিতিতে লাঠি হাতে ঘর থেকে বেরোতে হচ্ছে স্থানীয়দের। এ এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়েছেন দাঁতনের মানুষজন! ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেননা এলাকাবাসী। দিনের বেলায় প্রকাশ্যে আক্রমণ করছে পাগলা কুকুরের দল। আর, সেই পাগলা কুকুরের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও! রাস্তায় বেরোলেই যখন তখন এসে কামড়ে মাংস খুবলে নিচ্ছে এই পাগলা কুকুরেরা। শেষ পর্যন্ত পাগলা কুকুর থেকে বাঁচতে ডান্ডা নিয়ে তাঁরা অভিযান শুরু করেন রবিবার। এলাকাবাসী সূত্রে খবর, কুকুরের আক্রমণে আক্রান্ত হয়েছেন এলাকার বেশ কয়েকজন মহিলা, যাঁদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দা প্রশান্ত চন্দ্র বলেন, গত কয়েকদিন ধরেই এই পাগলা কুকুরের আক্রমণ দেখা যাচ্ছে এলাকায়। শিশু, মহিলা সকলকেই আক্রমণ করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।