thebengalpost.net
বন্য শূকরের ছবি (প্রতীকী):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: হাতি নয়, এবার বুনো শুয়োর বা বন্য শূকর (Wild Boar) এর হামলায় মৃত্যু হল জঙ্গলমহলে! শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটা রেঞ্জের অন্তর্গত রঞ্জা বিটের রঞ্জার জঙ্গলে ঘটনাটি ঘটে। বছর ৬৫’র এক বৃদ্ধাকে আক্রমণ করে একটি বুনো শুয়োর বা বন্য শূকর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গেছে, মৃতার নাম আদরী বালা মাহাত। বয়স আনুমানিক ৬৮-৭০। শালবনী ব্লকের ১ নং অঞ্চলের হাড়তোড়া এলাকায় তাঁর বাড়ি বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তরের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

thebengalpost.net
বন্য শূকরের ছবি (প্রতীকী):

পুলিশ ও বনদপ্তর সূত্রে শুক্রবার সন্ধ্যা নাগাদ জানা গেছে, আদরী বালা মাহাত নামে ওই বৃদ্ধা এদিন দুপুরে কাঠ কুড়োতে গিয়েছিলেন জঙ্গলে। সেখানেই কোনোভাবে ওই বন্য শূকরের হামলার শিকার হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে, হাসপাতালে পৌঁছতে পৌঁছতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর কাঁধের কাছে শূকর কামড় বসিয়েছিল! তবে, সচরাচর শূকর হামলা করেনা বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। নিজে বা নিজের শাবক (বাচ্চারা) আক্রান্ত হতে পারে, এই ভয় থেকে হয়তো হামলা চালিয়েছে! তবে, বন্য প্রাণীর হামলায় মৃত্যু হয়েছে বলে বনদপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। পিড়াকাটার রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাত জানিয়েছেন, “সচরাচর শূকর হামলা করেনা। তবে, কোনো কারণে ক্রুদ্ধ হলে বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে হামলা চালাতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” ক্ষতিপূরণের বিষয় নিয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, হাতির হামলায় মৃত্যু হলে, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তবে, শূকর বা অন্য কোন বন্য প্রাণীর ক্ষেত্রে সেরকম কিছু নির্দিষ্ট করা নেই বলে জানা গেছে। তাই, এই বিষয়টি বনদপ্তরের তরফে আলোচনা করা হচ্ছে বলে জানা গেছে।