দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: সোমবার রাত্রি ১১টা নাগাদ মনসা পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন জঙ্গল সংলগ্ন মেঠো পথ দিয়ে। ফেরার পথেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গাড়রার জঙ্গল (লালগড় রেঞ্জের) সংলগ্ন মাঠে ২টি দলছুট হাতির মুখে পড়ে যান বছর ৫৫-র শঙ্কর দেব সিংহ। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে, পা দিয়ে নৃশংসভাবে পিষে দেয় হাতি দুটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়! স্থানীয় বাসিন্দা এবং বনদপ্তরের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরা। গভীর রাতেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

thebengalpost.net
মেদিনীপুর মেডিক্যালে মৃতের ছেলে, ভাইপো সহ পরিজনেরা:

মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গেই ময়নাতদন্ত সম্পন্ন হয় মধুপুর সংলগ্ন গাডরা গ্রামের বাসিন্দা শঙ্কর দেব সিংহের। বিকেল নাগাদ মৃতের ভাইপো মঙ্গল দেব সিংহ সহ পরিবারের সদস্যরা জানান, বনদপ্তরের তরফে সহায়তা করা করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথেই, পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার বিষয়ও আশ্বস্ত করা হয়েছে। জানা গেছে, শঙ্কর দেব সিংহ-র স্ত্রী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে আছে। সকলেই বিবাহিত। পেশায় কৃষক শঙ্করের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, প্রতিশ্রুতি অনুযায়ী, মঙ্গলবার রাত্রি ৯টা নাগাদ বনদপ্তরের তরফে (মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের উদ্যোগে) পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ‘সরকারি ক্ষতিপূরণ’ বাবদ ৫ লক্ষ টাকার চেক। (হাতির ছবি প্রতীকী, ছবি- রাকেশ সিংহ দেব।)

thebengalpost.net
তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকার চেক: