তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: সাত সকালেই জাল ফেলেছিলেন মাছ ধরতে। তবে, ‘রুই কাতলা ইলিশ’ নয়, ‘জলপরী’ও নয়, উঠলো ১০ ফুটের বিশাল ইন্ডিয়ান রক পাইথন (Indian Rock Python)। গ্রাম বাংলা একে অবশ্য ‘ময়াল’ (বা, ময়াল সাপ ????) বলেই চেনে। আপাত নিরীহ এবং নির্বিষ এই সাপ জলে বা জলা জায়গাতে থাকে। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামের একটি জলাশয় থেকে উঠে এল প্রায় ১০ ফুট লম্বা, ৩০ কেজি ওজনের এমন-ই এক ময়াল সাপ। তবে, জাল থেকে যখন তোলা হয়, তখন তা রীতিমতো অসুস্থ ছিল বলে জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু, তাঁরা জানতেন পরিবেশ বান্ধব এই সরীসৃপ-টিকে সুস্থ করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত। তাঁরা সেই মতোই পদক্ষেপ গ্রহণ করে, জেলাবাসী তথা পরিবেশবিদদের মন জয় করলেন।

thebengalpost.net
পাইথন :

জানা যায়, রবিবার সাত সকালেই হুড়হুড়িয়া গ্রামের একটি জলাশয়ে, এক বৃদ্ধের মাছ ধরার জালে আটকে পড়ে বিশাল আকারের ওই পাইথনটি। সহৃদয় এবং পরিবেশ সচেতন ওই বৃদ্ধ খবরটি জানান ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খানকে। খবর দেওয়া হয় বনদপ্তরেও। এলাকার মানুষ চেয়েছিলেন বনদপ্তর পাইথন-টিকে উদ্ধার করে নিয়ে যাক। তবে, বন দপ্তরের কর্মীরা না আসায়, গ্রাম পঞ্চায়েত প্রধানের তৎপরতায় পাইথন-টিকে সামান্য সুস্থ করে তোলা হয় এবং তারপর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর এই ধরনের সহৃদয়তায় মুগ্ধ বন‌ দপ্তর থেকে শুরু করে পরিবেশ কর্মীরা। পরিবেশ কর্মী ও বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব জানিয়েছেন, “আপাত নিরীহ ও নির্বিষ এই সাপ মানুষের ক্ষতি করেনা। বরং, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তবে, লোকালয়ে চলে এলে অনেক সময় হাঁস, মুরগী খেয়ে ফেলে। এই প্রাণীটির জীবন রক্ষা করে গ্রামবাসীরা যথেষ্ট পরিবেশ সচেতনতার পরিচয় দিয়েছেন।”

thebengalpost.net
১০ ফুট দৈর্ঘ্যের, ৩০ কেজি ওজনের পাইথন :

thebengalpost.net
বৃদ্ধের জালেই উঠেছিল এই পাইথন :