দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: এ যেন ‘রাম’ (রামলাল) এর নিজের রাজ্য! সাতসকালেই জঙ্গল থেকে বেরিয়ে রেশনের গাড়ি সহ একের পর গাড়ি আটকে পছন্দমত চাল, গম, আলু খেলেন গজরাজ। নাম তার ‘রামলাল’। ভালোবেসে রেখেছেন জঙ্গলমহলবাসী। এমনিতে বেশ শান্ত শিষ্ট প্রকৃতির। ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের লোকালয়েই ঘুরে বেড়ায়। সম্প্রতি, উত্যক্ত হয়ে দু-একটি দুর্ঘটনা ঘটিয়েছে অবশ্য। দুই ব্যক্তিকে খুনের দায়ে অভিযুক্ত রামলাল! তবে, তার আগে অবধি রামলালের নামে এলাকাবাসীর তেমন অভিযোগ ছিলোনা। গত কয়েক সপ্তাহ আগেই ঝাড়গ্রাম থেকে ‘মহাশয়’ এসেছেন পশ্চিম মেদিনীপুরে। পিড়াকাটা, মেদিনীপুর, চাঁদড়া সহ বিভিন্ন রেঞ্জেই তাঁর তাণ্ডব লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে রামলাল আছেন পিড়াকাটা রেঞ্জে। সোমবার সাত সকালেই শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন রঞ্জার জঙ্গল সংলগ্ন রাজ্য সড়কে উঠে আসেন তিনি। রীতিমতো ‘দাদাগিরি’ দেখিয়ে একের পর এক ট্রাক, পিকাপ ভ্যান আটকালেন! তারপর ইচ্ছেমতো খাবার খেয়ে ফের জঙ্গলে প্রবেশ করেন ‘রামলাল’!

thebengalpost.net
রামলালের দাদাগিরি:

রামলাল পূর্ণবয়স্ক দাঁতাল। স্বাভাবিকভাবেই খাবারের চাহিদা আছে। এদিকে, ক্রমশ ফাঁকা হয়ে যাওয়া জঙ্গলে খাবার তেমন নেই! জঙ্গলমহলের এই এলাকায় মাঠে তেমন ফসল-ও নেই। সদ্য রোপণ করা হয়েছে ধান চারা‌। অগ্যতা, খাবারের খোঁজে লোকালয়-ই ভরসা রামলালের। এদিন, অবশ্য লোকালয়ের ছাড়িয়ে একেবারে রাজ্য সড়কেই দাদাগিরি দেখালো রামলাল। এলাকার যুবকরা তারিয়ে তারিয়ে উপভোগ করলো। মোবাইল নিয়ে রামের পেছনে পেছনে প্রজারা হাঁটলো ঠিকই, তবে তা যে রীতিমতো বিপজ্জনক; স্মরণ করিয়ে দিলেন বনদপ্তরের আধিকারিকরা। পিড়াকাটার রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, এই মুহূর্তে রঞ্জা থেকে বেনাগেড়িয়ার জঙ্গলে প্রবেশ করেছে রামলাল। সতর্ক করা হয়েছে এলাকাবাসীকে।

thebengalpost.net
রেশনের গাড়িতে হানা :