দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ ফেব্রুয়ারি: কলাইকুণ্ডা এয়ারবেসে (Kalaikunda Air Base) বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত শুকনিবাসা দিয়াসা (মুরকুনিয়া সংলগ্ন) গ্রামে ভেঙে পড়ল যুদ্ধবিমান (Aircraft/ Fighter Jet)। প্যারাসুটের মাধ্যমে নেমে প্রাণে বাঁচেন এয়ার ফোর্সের দুই পাইলট। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা (৩টা ৩৫) নাগাদ আচমকা খড়্গপুরের ওই গ্রামে (শুকনিবাসা দিয়াসা বা মুরকুনিয়া) ধান জমিতে ভেঙে পড়ে যুদ্ধবিমান। জানা যাচ্ছে, কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন এই অঘটনটি ঘটেছে। যদিও যুদ্ধবিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন। প্যারাশুটের সাহায্যে নিরাপদে নীচে নেমে আসতে সক্ষম হন বায়ুসেনার দুই পাইলট।

thebengalpost.net
এভাবেই ভেঙে পড়ে যুদ্ধবিমান:

বায়ুসেনার পাইলটদের বিচক্ষণতা ও দক্ষতায় জনবহুল এলাকা এড়িয়ে দূরে গিয়ে পড়ে বিমানটি। একটি ফাঁকা চাষের জমিতে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটির অফিসাররা হেলিকপ্টারে চেপে ঘটনাস্থলে আসেন। পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। বায়ু সেনার সঙ্গে হাত মিলিয়ে জেলা পুলিশের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকাবাসীরাও। ঘটনা ঘিরে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। হাজার হাজার মানুষ ওই স্থানে গিয়ে পৌঁছেছেন। ঠিক কি কিরণে এই দুর্ঘটনা, তদন্ত শুরু করা হয়েছে বায়ু সেনার তরফে।

উল্লেখ্য, গতকাল, সোমবার (১২ ফেব্রুয়ারি) ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামের পিচ রাস্তার পাশে দুপুর সাড়ে তিনটে নাগাদ ধান জমিতে একটি বোমা পড়ে। কেঁপে ওঠে চারিদিক। তীব্র শব্দ শুনে গ্রামবাসীরা ভিড় জমান। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, সোমবার তাদের মহড়া চলছিল। ফায়ারিং রেঞ্জ অনেকটা বড়। যেখানে বোমটি পড়েছে সেটি ফায়ারিং রেঞ্জের মধ্যেই। তাই হতাহত হননি কেউ। তবে, গ্রামবাসীদের অনেকের ধান জমি পুড়ে যায়। এই ঘটনার পরের দিনই খড়্গপুরের ধানখেতে ভেঙে পড়ল আস্ত যুদ্ধবিমান। মুরকুনিয়া গ্রামের বাসিন্দা দীপক দাস বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। পাইলটদের উদ্ধার করার কাজে হাত লাগাই আমরা। আমার ফোনের মাধ্যমেই যোগাযোগ হয় কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের সঙ্গে। পাইলটদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে আমরাও স্বস্তি পেয়েছি!” (আপডেট: বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিমানটি হক প্রজাতির প্রশিক্ষক বিমান। ঘটনায় হতাহতের খবর নেন। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।)

thebengalpost.net
পাইলটরা অক্ষত বা সুস্থ আছেন বলে জানা গেছে :