তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: আলু চাষ করে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুরের কৃষকরা! মাঠেই পড়ে রয়েছে মাঠের আলু। একদিকে ফলন কম, তার উপরে দেখা নেই ক্রেতাদের। সবমিলিয়ে চরম বিপাকে কৃষকরা। কৃষকদের দাবি, ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করুক সরকার। তা না হলে, চরম ক্ষতির মুখে পড়বেন তাঁরা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার কৃষকরা পোখরাজ জাতীয় প্রথম (গোড়ার দিকের) আলু চাষ করে থাকেন, লাভের আশায়। কৃষকদের দাবি, অন্যান্য বৎসর আলু লাগিয়ে তাঁরা লাভের মুখ দেখেছিলেন, কিন্তু এ বছর তা হওয়ার নয়। তার কারণ, অন্যান্য বছর যেখানে এক কাঠা জমিতে ৬ প্যাকেট আলু হত, এই বছর সেখানে ২-৩ প্যাকেট আলু হয়েছে! তার উপর, এই বছর চাহিদা কম। আলুর গুনগত মানও খারাপ।

thebengalpost.net
মাঠের আলু পড়ে রয়েছে মাঠেই :

আলুর ফলন যে এবার কম, তা মেনে নিয়ে জেলার কৃষি আধিকারিক দুলাল চন্দ্র দাস জানিয়েছেন, “এটা ঠিক যে, জাওয়াদ এবং অতি বৃষ্টির কারণে, এবার চাষ কম হয়েছে। অন্যান্য বছর যেখানে ৭৮ হাজার হেক্টর জমিতে আলু চাষ হত, এবার সেখানে ৬৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।” একদিকে, আবহাওয়ার খামখেয়ালিপনায় আলুর ফলন কম এবং আলু নষ্ট হয়ে যাওয়া; অন্যদিকে, এখনও অবধি আলুর চাহিদাও কম! কৃষকদের দাবি, এক কুইন্টাল আলুর দাম এখন ৭৫০ টাকা। কিন্তু, আলু নেওয়ার জন্য ব্যবসায়ীদের দেখা পাওয়া যাচ্ছে না। তার কারণ, কোল্ডস্টোরেজে এখনও প্রচুর আলু মজুদ আছে। অপরদিকে, অন্যান্য বৎসর ভিন রাজ্যে এই আলু পাড়ি দেয়, যার দরুন আলুর চাহিদা থাকত তুঙ্গে। কিন্তু, এই বৎসর সেই আলু পাড়ি দিচ্ছে না অন্য রাজ্যে! তাই, কৃষকরা চাইছেন দ্রুত সরকারি হস্তক্ষেপের।

thebengalpost.net
বিজ্ঞাপন :