thebengalpost.net
ছোটো ছোটো নালা কেটে রাখার পরামর্শ দেওয়া হয়েছে :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৮ জানুয়ারি: আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি অবধি দক্ষিণবঙ্গে এবং ১২ থেকে ১৪ জানুয়ারি উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি ও তুষারপাতের সর্তকতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে চলতি মরসুমে আরো একবার ক্ষতির সম্মুখীন হতে চলেছেন রাজ্যের কৃষকরা। তাই, তিনদিন আগে থেকেই কৃষকদের সতর্কবার্তা দেওয়া হল। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফে কৃষকদের উদ্দেশ্যে ৭ দফা জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

thebengalpost.net
সতর্কতা :

পরিণত ফসল ও সবজি তুলে নেওয়ার কথা বলা হয়েছে। আলু, সবজি, তৈলবীজ সহ বিভিন্ন জমি থেকে জল বের করার জন্য আগে থেকেই ছোট-ছোট নালা কেটে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্যাঁতস্যাতে আবহাওয়ায় আলুর ধোসা রোগ দেখা দিতে পারে, সেক্ষেত্রে ম্যানকোজেব, কপার অক্সিক্লোরাইড, ডাইমিথমর্ফ প্রভৃতি ওষুধ নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করার উপদেশ দেওয়া হয়েছে। সরিষার ক্ষতি হলে বা মরিচা রোগ দেখা দিলে মেটাল্যাক্সিল ও ম্যানকোজেব মিশ্রিত করে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, আবহাওয়া দপ্তরের প্রতিদিনের বুলেটিনের দিকে নজর রাখার কথা বলা হয়েছে।

thebengalpost.net
ছোটো ছোটো নালা কেটে রাখার পরামর্শ দেওয়া হয়েছে :